Homeবিনোদনহরর-কমেডি নিয়ে ব্যস্ত শ্রদ্ধা | কালবেলা

হরর-কমেডি নিয়ে ব্যস্ত শ্রদ্ধা | কালবেলা


বলিউড ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রীর মধ্যে শ্রদ্ধা কাপুর আছেন ওপরের সারিতে। এবার ২০২৫ সালে এই নায়িকার মুক্তি পেতে যাচ্ছে আরও দুটি সিনেমা। যার মধ্যে একটিতে তাকে দেখা যাবে নাগিন চরিত্রে। হরর গল্পে নির্মিত এই সিনেমার নামও ‘নাগিন’, যা নিয়েই ব্যস্ত সময় যাচ্ছে তার।

শ্রদ্ধাকে নাগিন হিসেবে পর্দায় হাজির করবেন নির্মাতা নিখিল দ্বিবেদী। এরই মধ্যে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে। এ ছবি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত শ্রদ্ধা।

নিখিল জানান, ভারতীয় লোকগাথায় ‘নাগিন’কে নিয়ে নানা গল্পকথা রয়েছে। কখনো বড় পর্দায়, কখনোবা টেলিভিশনে ‘নাগিন’কে দেখেছেন দর্শক। এবার শ্রদ্ধার কাঁধে এ চরিত্রের ভার। এটি একেবারে নতুন গল্প। পুরোনো কোনো ছবির সঙ্গে এর কোনো মিল থাকবে না।

এ সিনেমা শেষ করে শ্রদ্ধা তার নতুন আরও একটি সিনেমার কাজ শুরু করবেন। পঙ্কজ পরাশর পরিচালনায় কমেডি ড্রামা ধাঁচের গল্পে শ্রদ্ধাকে একটি চোরের ভূমিকায় দেখা যাবে। এটিও এ বছরে মুক্তির কথা রয়েছে।

এদিকে ‘ওয়ার ২’ সিনেমার আইটেম গানে নাচার কথা রয়েছে শ্রদ্ধার। যশরাজ স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘ওয়ার ২’। বানাচ্ছেন অয়ন মুখার্জি। এতে হৃতিক রোশনের সঙ্গে দ্বৈরথে মেতে উঠবেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। শোনা যাচ্ছে, এ সিনেমার একটি আইটেম গানে হৃতিক ও এনটিআরের সঙ্গে নাচতে দেখা যাবে শ্রদ্ধাকে। নায়িকার সঙ্গে নাকি প্রাথমিক কথাবার্তাও হয়েছে। তবে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক কথা বলেননি নির্মাতা ও অভিনেত্রী।

সর্বশেষ অমর কৌশিকের ‘স্ত্রী ২’ সিনেমায় দেখা গেছে শ্রদ্ধা কাপুরকে। মাত্র ৬০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করেছে ৯০০ কোটি রুপির বেশি। ভারতের বক্স অফিসে ভেঙে দিয়েছে ‘পাঠান’, ‘জওয়ান’-এর আয়ের রেকর্ডও। ‘স্ত্রী ২’-এর সাফল্যের রেশ ধরেই শ্রদ্ধা জানিয়েছেন, সিনেমাটির তৃতীয় কিস্তি আসবে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত