ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ যেন হঠাৎ করেই ফিরলেন আলোচনায়। ১৮ এপ্রিল রাতে নির্মাতা সঞ্জয় সমাদ্দারের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি স্টিলচিত্র ঘিরেই শুরু হয় আলোচনা। অনেকটা সময় আড়ালে থাকা রাজকে এভাবে ফিরে আসতে দেখে উচ্ছ্বসিত ভক্তরা।
পরী মণির সঙ্গে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও নানা বিতর্কের পর থেকেই শোবিজে অনিয়মিত হয়ে পড়েন রাজ। সর্বশেষ তাকে দেখা গেছে ‘ওমর’ সিনেমায়। এরপর দীর্ঘ সময় কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।
তবে নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানালেন, রাজ বর্তমানে তার পরিচালিত নতুন সিনেমা ‘ইনসাফ’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির দৃশ্যধারণ প্রায় শেষের পথে। কেবল একটি গানের শুটিং বাকি রয়েছে, যার জন্য এফডিসিতে সেট নির্মাণের কাজ চলছে। আগামী সপ্তাহেই হবে সেই গানের দৃশ্যধারণ।
ঈদুল আজহায় মুক্তি পাবে ‘ইনসাফ’, নিশ্চিত করেছেন পরিচালক। মে মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে সিনেমার আনুষ্ঠানিক প্রচারণা।
এই সিনেমায় শরীফুল রাজের বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন গুণী অভিনেতা মোশাররফ করিম। গুঞ্জন রয়েছে, নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাকে, যা সিনেমার প্লটে বাড়তি মোড় আনবে বলেই মনে করছেন সিনেপ্রেমীরা।
সিনেমাটির স্থিরচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই চলচ্চিত্রপ্রেমীরা ধারণা করছেন, ‘ইনসাফ’ হতে যাচ্ছে শরীফুল রাজের বহু প্রতীক্ষিত কামব্যাক প্রজেক্ট।