Homeবিনোদনস্বীকৃতি শিল্পীর জন্য অনুপ্রেরণার: সাবিলা নূর

স্বীকৃতি শিল্পীর জন্য অনুপ্রেরণার: সাবিলা নূর


ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। কাজের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি। তার সাবলীল অভিনয় নির্মাতাদেরও নজর কেড়েছে অনেক আগেই। তাইতো ঈদসহ বিশেষ দিনগুলোয় তার কাজের ব্যস্ততা বেড়ে যায় অনেক বেশি। যার ব্যতিক্রম হচ্ছে না এবারও।

এদিকে কিছুদিন আগে ছুটি কাটিয়ে দেশের বাইরে থেকে এসেছেন সাবিলা নূর। এসেই পেয়েছেন সুখবর। ২০২৪ সালে প্রকাশিত শিহাব শাহীন পরিচালিত ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে অভিনয়ের জন্য একটি স্বীকৃতি পেয়েছেন তিনি, যা তাকে আনন্দিত করেছে।

এ নিয়ে সাবিলা বলেন, “ভালো কাজের জন্য পুরস্কার পেলে সবার মতো আমারও ভালো লাগে। কারণ যে কোনো স্বীকৃতি একজন শিল্পীর জন্য অনুপ্রেরণার। আন্তরিক কৃতজ্ঞতা জানাই ‘গোলাম মামুনের’ পরিচালক শ্রদ্ধেয় শিহাব শাহীন ভাইকে, আমার সহশিল্পী অপূর্ব ভাইয়াসহ পুরো টিমকে। এটা সত্যি যে, ‘গোলাম মামুনে’ কাজ করার জন্য আমি শুরু থেকে এখন পর্যন্ত অনেক সাড়া পাচ্ছি। ভালো কাজের মাধ্যমে এভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

এ সময় সামনে ঈদের ব্যস্ততা নিয়েও কথা বলেন এ অভিনেত্রী। সাবিলা বলেন, ‘উৎসবকেন্দ্রিক অনেক ধরনের কাজের অফার আসে। তবে আমি সবসময় বেছে কাজ করার চেষ্টা করি। এবারও তাই করব। এর মধ্যে কয়েকটি গল্প আমার ভালো লেগেছে। আশা করছি এবারও আমার দর্শকদের ভালো কিছু নাটক উপহার দিতে পারব।’

সাবিলা জানান, ঈদ সামনে রেখে এবারও তার বেশ কয়েকটি নাটক উপহার পাবে দর্শক। যার মধ্যে প্রেমের গল্পসহ নানা ধরনের গল্প থাকবে। এর মধ্যে দুটি নাটকের শুটিং শুরু করেছেন তিনি। কাজের ব্যস্ততা ঈদের আগেই শেষ করার ইচ্ছা আছে তার।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত