Homeবিনোদনস্থগিত হলো ঢাকার দুই উৎসব

স্থগিত হলো ঢাকার দুই উৎসব


নিরাপত্তাজনিত কারণে ভেন্যুর বরাদ্দ বাতিল হওয়ায় স্থগিত করা হয়েছে ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত দুটি উৎসব।

লোকসংগীত উৎসব

পাঁচ বছর পর ২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আন্তর্জাতিক লোকসংগীত উৎসব। কিন্তু গতকাল আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে আর্মি স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত করা হয়েছে, তাই জানুয়ারি মাসে হচ্ছে না লোকসংগীত উৎসব।

এ বিষয়ে জানতে আয়োজক সান কমিউনিকেশনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক আসিফুজ্জামান খান বলেন, ‘কেন স্থগিত করা হলো সেটা আমরা বলতে পারব না। আমাদের বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে আপাতত স্থগিত রাখতে, আমরা স্থগিত রেখেছি। আমরা যতটুকু জানতে পেরেছি, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যাদের আর্মি স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছিল, তাদের সবারই বরাদ্দ বাতিল করে আপাতত অনুষ্ঠানগুলো স্থগিত করার জন্য বলা হয়েছে।’

উৎসবটি আবার কবে আয়োজন করা সম্ভব হবে জানতে চাইলে আসিফুজ্জামান খান বলেন, ‘ফেব্রুয়ারি পর্যন্ত তো আর করা যাবে না। জানুয়ারিতে যেহেতু অনুষ্ঠান ছিল, সব শিল্পীকে তাই কনফার্ম করা হয়েছিল। বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্যসহ নানা দেশের শিল্পীদের নিশ্চিত করা হয়েছিল। আমরা অনুষ্ঠান স্থগিত হওয়ার কথা তাঁদের জানিয়ে দিচ্ছি। সঙ্গে এও জানিয়ে দিচ্ছি, ফেব্রুয়ারির পরে দেশের পরিস্থিতি বিবেচনায় উৎসবটি আবার আয়োজন করা হবে।’

উচ্চাঙ্গসংগীত আসর

বেঙ্গল ফাউন্ডেশনও প্রস্তুতি নিয়েছিল উচ্চাঙ্গসংগীত আসরের। আর্মি স্টেডিয়ামের বরাদ্দ চেয়ে আবেদনও করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু জানুয়ারি-ফেব্রুয়ারির সব বরাদ্দ স্থগিত করায় নতুন করে আর বরাদ্দ পায়নি বেঙ্গল ফাউন্ডেশন। ফলে শুদ্ধ সংগীতের এই আসরটি কবে আয়োজন করা সম্ভব হবে তা নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ। শেষবার ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল এই আসর। এবারের অনুষ্ঠানের জন্য প্রাথমিক প্রস্তুতি ও দেশি-বিদেশি শিল্পীদের সঙ্গে আলোচনাও চূড়ান্ত হয়েছিল বলে জানা গেছে।

লোকসংগীত উৎসবে পোল্যান্ডের ব্যান্ডের পরিবেশনা

লোকসংগীত উৎসবে পোল্যান্ডের ব্যান্ডের পরিবেশনা

বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘এ নিয়ে এখন কোনো মন্তব্য করব না। এই আয়োজন আমরাই স্থগিত করেছি। নতুন তারিখ নির্ধারণ হলে জানিয়ে দেওয়া হবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত