Homeবিনোদনসোহেল মেহেদীকে তারকাদের অনুপ্রেরণা | কালবেলা

সোহেল মেহেদীকে তারকাদের অনুপ্রেরণা | কালবেলা


সংগীতশিল্পী সোহেল মেহেদী। গান নিয়ে বছরজুড়েই ব্যস্ততা রয়েছে তার। সংগীতের বাইরে এবার ‘ইম্পেরিয়াল লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’ নামে যাত্রা শুরু করেছে তার নতুন একটি প্রতিষ্ঠান। যার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের সংগীতের বড় দুই তারকা।

২২ জানুয়ারি রাজধানী উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারের পঞ্চম তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে সোহেল মেহেদীর পরিচালনায় ‘ইম্পেরিয়াল লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র। আনুষ্ঠানিক যাত্রার শুভক্ষণে তাকে শুভকামনা জানাতে উপস্থিত হয়েছিলেন আঁখি আলমগীর ও আসিফ আকবর। সে সময় সোহেল মেহেদীকে শুভেচ্ছা জানাতে আরও উপস্থিত হয়েছিলেন রঙ্গন মিউজিকের কর্ণধার ও প্রখ্যাত গীতিকার জামাল হোসেন, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ, জনপ্রিয় শিল্পী আলম আরা মিনু, প্রজন্মের শ্রোতাপ্রিয় গায়িকা বাঁধন সরকার পূজাসহ আরও অনেকে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোহেল মেহেদীর শ্বশুর বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার।

অনুষ্ঠানে আসিফ আকবর বলেন, ‘আমাদের সবার প্রিয় সোহেল মেহেদী ভাই এ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আছেন, নিঃসন্দেহে এটা আমাদের জন্য গর্বের বিষয়। সত্যি বলতে কি, গানের মানুষ গানের বাইরে আর অন্যকিছু নিয়ে ভাবতে চান না বা ভাবতে পারেনও না। কিন্তু সোহেল ভাই যে সাহসটা করেছেন, তা সাধুবাদ জানানোর মতো। সোহেল ভাইয়ের সঙ্গে আরও যারা এ ব্যবসায় সম্পৃক্ত আছেন; তাদের জন্য অনেক শুভকামনা রইল।’

এ সময় আঁখি আলমগীর বলেন, ‘যেহেতু আমি রাজধানীর উত্তরার বাসিন্দা, তাই উত্তরায় ইম্পেরিয়াল লাউঞ্জ হওয়াতে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত