Homeবিনোদনসুপারহিরো ড্রামা সিরিজে রণবীর-ওয়ামিকা | কালবেলা

সুপারহিরো ড্রামা সিরিজে রণবীর-ওয়ামিকা | কালবেলা


‘মিন্নাল মুরালির’ অসাধারণ সাফল্যের পর বাসিল জোসেফ আবারও মনোনিবেশ করেছেন পরবর্তী সুপারহিরো ড্রামা সিরিজ নির্মাণের দিকে। অনেকেই মনে করেছিলেন তিনি হয়তো তোভিনো থমাসকে নিয়ে সুপারহিরো ড্রামা সিরিজের সিক্যুয়েল নির্মাণ করতে চলেছেন। পরে জানা যায়, এই নির্মাতা রণবীর সিংয়ের সঙ্গে ভারতীয় সুপারহিরো শক্তিমানের ওপর ভিত্তি করে একটি সুপারহিরো ড্রামা সিরিজ পরিচালনার পরিকল্পনা করছেন। যেখানে প্রধান নারী চরিত্র হিসেবে অভিনয় করতে চলেছেন ওয়ামিকা গাবি। বলিউড হাঙ্গামা সূত্রে জানা যায়, শক্তিমান ড্রামা সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত হতে চলেছে বাসিল জোসেফের নতুন এ সুপারহিরো ড্রামা সিরিজ। ড্রামা সিরিজটির স্ক্রিপ্ট এখনো প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। যতক্ষণ না স্ক্রিপ্ট চূড়ান্ত হয় এবং শিডিউলগুলো নির্ধারণ হয়, ততক্ষণ পর্যন্ত কাস্টিং নিশ্চিত করা হবে না বলে জানিয়েছেন নির্মাতা। এদিকে ড্রামা সিরিজটি শুরু থেকেই বিভিন্ন গুঞ্জন সৃষ্টি করে আসছে। সাজিদ নাদিয়াওয়ালা এবং সনি পিকচারস ইন্ডিয়ার সহযোগিতায় প্রযোজিত এ সিনেমাটি নব্বইয়ের দশকের সুপারহিরো চরিত্রের নস্টালজিক মূল্য ফেরানোর চেষ্টা করা হচ্ছে। মুকেশ খান্না যিনি মূলত ‘শক্তিমান’ টেলিভিশন সিরিজে এ চরিত্রে অভিনয় করেছিলেন এবং দর্শকদের কাছ থেকে ব্যাপক ভালোবাসা ও গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। তিনি জোর দিয়ে বলেছেন, রণবীর সিং এ ড্রামা সিরিজে কাজ করবেন না। নির্মাতা বাসিল বলেন, যদিও আলোচনা এখনো চলছে, তবে নতুন এ সিরিজে ওয়ামিকা এবং রণবীরের সম্ভাব্য জুটি নতুন একটি গতিশীলতা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে রণবীর ও ওয়ামিকার সঙ্গে কয়েক দফায় আমাদের মিটিং হয়েছে এবং তারাও আশাবাদী এই ড্রামা সিরিজটি নিয়ে। এদিকে ওয়ামিকা গাবি ‘বেবিজন’ সিনেমায় অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন। এরই মধ্যে তিনি বিকাশ বহলের পরিচালনায় রোমান্টিক কমেডি সিনেমা ‘দিল কা দরওয়াজা খোল না ডার্লিং’র শুটিং শুরু করেছেন। যেখানে ওয়ামিকার পাশাপাশি অভিনয় করছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও জয়া বচ্চনসহ আরও অনেকে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত