ইদানীং শব্দটি প্রায়ই শোনা যায়—‘নিপোকিড’। বিনোদন অঙ্গনের বর্তমানের বহুল চর্চিত একটি শব্দ। নেপোকিড মানে কী—এমন প্রশ্ন হয়তো করে বসতে পারেন অনেকেই। নেপো বেবি বা কিড, নেপোটিজম বেবির সংক্ষিপ্ত অর্থ হলো, যার কর্মজীবনে সফলতা বা সুযোগ পাওয়ার ক্ষেত্রে তাদের সেলিব্রেটি বাবা-মায়ের ভূমিকা রয়েছে। নতুন বছরে বলিউডে দেখা মিলবে একঝাঁক নতুন মুখের। যাদের বেশিরভাগই ‘নেপোকিড’ বা স্টারকিড। অবশ্য এসব নবাগতোর কয়েকজন এরই মধ্যে সোশ্যাল মিডিয়া সেনসেশনে পরিণত হয়েছেন। তাদের কয়েকজনকে নিয়েই আজকের আলাপ। লিখেছেন—মাজেদ হোসেন টুটুল
ইব্রাহিম আলি খান
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করলেও এবার অভিনয়ে অভিষেক হতে চলেছে সাইফ-পুত্র ইব্রাহিম আলি খানের। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ‘সরেজমিন’ নামে একটি দেশাত্মবোধক চলচ্চিত্র দিয়ে বলিউডে পা রাখতে যাচ্ছেন সারা আলি খানের ভাই ইব্রাহিম। এতে কাজল ও পৃথ্বীরাজ সুকুমারনও অভিনয় করেছেন। সিনেমাটিতে ইব্রাহিমকে একজন দেশপ্রেমিক সেনা অফিসারের ভূমিকায় দেখা যাবে। দেখতে পুরোই বাবার ফটোকপি। বাবা সাইফ আলি খানের মতোই অ্যাকশনের কিংবদন্তি হয়ে ওঠাই তার লক্ষ্য। তবে রোমান্টিকতায়ও যে তিনি পারদর্শী সাম্প্রতিক কিছু ঘটনাবলিতে সেই প্রমাণ মিলেছে।
আমন দেবগন
মামার পাশে থেকেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে ভাগনে আমন দেবগনের। নামটা শুনে আর বলার অপেক্ষা রাখে না মামা কে? অজয় দেবগনের ভাগনে আমন বলিউডে পা দিচ্ছেন ‘আজাদ’ ছবির মাধ্যমে। অভিষেক কাপুর পরিচালিত এই ছবিতে ১৯ বছর বয়সী গোবিন্দের গল্প উঠে আসবে। ছবির প্রেক্ষাপট ১৯২০-এর দশকের। ব্রিটিশ ভারতের পটভূমিতে তৈরি এই ছবিতে থাকছেন অজয় দেবগনও। একটি দুরন্ত ঘোড়া আর চটপটে তরুণের আত্মিক সম্পর্ক নিয়ে অজয় দেবগনের ‘আজাদ-৩’ নিয়েও ব্যাপক আগ্রহ দর্শকদের। এতে আরেক নবাগত রাশা থাদানির সঙ্গে দেখা যাবে আমনকে।
শানায়া কাপুর
অনিল কাপুরের ভাতিজি ও সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর শোবিজ অঙ্গনে একটু আলাদা করে নজর কাড়ছেন। শানায়ার নিটোল সৌন্দর্য আর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে চিরায়ত সফট গার্ল ভাইব। এই তারকা-তনয়া খুব শিগগির প্যান-ইন্ডিয়ান তারকা হিসেবে আত্মপ্রকাশ করবেন। বিক্রান্ত ম্যাসির সঙ্গে ‘আঁখোন কি গুস্তাখিয়া’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। এরপর মোহনলালের ‘বৃষভা’ চলচ্চিত্রের মাধ্যমে নিজেকে ছাড়িয়ে যেতে চান অপরূপা সুন্দর এই অভিনেত্রী। যতই আবেদনময় ও রাফ লুকে নিজেকে সাজান না কেন, সেই নরম আমেজটি যেন রয়েই যায়। সঞ্জয় কাপুর-মাহিপ কাপুর দম্পতির কন্যা শানায়া কাপুরের সাবলীল অভিনয়ে মুগ্ধ নেটিজেনরা। পরিচালক-প্রযোজক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।
রাশা থাদানি
মা রাবিনা ট্যান্ডন, বলিউডের একসময়ের আবেদনময়ী অভিনেত্রী। নাচ আর অভিনয়—দুটিতেই সিদ্ধহস্ত। এখনো পর্দা মাতিয়ে যাচ্ছেন রাবিনা। একদম মায়ের মতোই হলেন মেয়ে রাশা থাদানি। তারকা মায়ের পদাঙ্ক অনুসরণ করে ১৯ বছর বয়সেই বড় পর্দায় আবির্ভাব ঘটতে যাচ্ছে রাশার। এবার তিনিও হাজির হচ্ছেন বড় পর্দায়। আরেক নেপোকিড আমন দেবগনের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে জানুয়ারিতে মুক্তি পাওয়া ‘আজাদ’ ছবিতে। এতে আমনের মামা অজয় দেবগনও থাকছেন। এ ছাড়া ‘আরসি ১৬’ নামের তেলেগু ছবিতে দক্ষিণী তারকা রামচরণের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রাশা। চমৎকার লুক আর গ্ল্যামারের কারণে রাশা থাদানিকে নিয়ে ব্যাপক আগ্রহ সিনেমাপাড়ায়।
আহান পান্ডে
আরেক নেপোকিডের অভিষেক হতে যাচ্ছে এই বছর। চাঙ্কি পান্ডের ভাই চিক্কি ওরফে ব্যবসায়ী অলক শরদ পান্ডে ও ডিন পান্ডের ছেলে আহান। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও মোহিত সুরি পরিচালিত একটি প্রেমের গল্প দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অনন্যা পান্ডের চাচাতো ভাই আহানের। শোবিজ পরিবারের সন্তান আহান পান্ডেকে নিয়ে বলিউডপাড়ায় চর্চা হচ্ছে রীতিমতো। নির্মাতা করণ জোহরের হাত ধরে চাঙ্কি-কন্যা অনন্যার অভিষেক। আর আহানকে লাইম লাইটে নিয়ে আসছে বি-টাউনের স্বনামধন্য প্রোডাকশন হাউস যশরাজ ফিল্মস।