Homeবিনোদনসাহায্য না পেয়ে উবার থেকে লাফিয়ে পড়েন নায়িকা

সাহায্য না পেয়ে উবার থেকে লাফিয়ে পড়েন নায়িকা


দেশের আইনশঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনো নিরাপত্তাহীনতার ভয় কাটেনি মানুষের। এর মধ্যে এক খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে এ প্রজন্মের চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে। নিজেকে রক্ষা করতে রীতিমতো মৃত্যুঝুঁকি নিতে হয়েছে তাকে।

এমন ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন নিজের ফেসবুকে। নায়িকা নিঝুম লেখেন, বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবার কল করি। পরে উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলেন আপনার লোকেশনেই যাচ্ছি চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা থাকার পরও সে গুলশান রোডে ঢুকে পড়ে। তখন প্রায় ৮০ থেকে ১০০ স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল চালক।

তিনি লেখেন, বিষয়টি আমার কাছে সন্দেহ লাগলে আমাকে এখানেই নামিয়ে দিতে বলি। তখন সে আমাকে বলে চুপ থাক, কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করি। কিন্তু কারও কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে লাফিয়ে নেমে যাই।

প্রশ্ন রেখে তিনি আরও বলেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরাপত্তা পাব না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে যদি জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত?

উল্লেখ্য, ২০১৩ সালে জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নিঝুম। এরপর ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামের সিনেমায় অভিনয় করেন তিনি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত