Homeবিনোদনসাইফ আলী খান কেমন আছেন জানালেন বোন সোহা

সাইফ আলী খান কেমন আছেন জানালেন বোন সোহা


বান্দ্রার বাসভবনে গত ১৬ জানুয়ারি ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনায় আহত সাইফ আলী খান বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বোন সোহা আলী খান সম্প্রতি সাইফের স্বাস্থ্যের বিষয়ে একটি আপডেট শেয়ার করেছেন। তিনি জানান, সাইফ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

সোহা আলী খান বলেন, ‘আমরা আনন্দিত যে সে দ্রুত সেরে উঠছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারত। সকলের শুভকামনার জন্য আমরা কৃতজ্ঞ এবং নিজেকে ধন্য মনে করছি।’

এর আগে সাইফের ছোট বোন সাবা পতৌদি এই মর্মান্তিক ঘটনার প্রতিক্রিয়ায় তাঁর ভাইয়ের সাহসিকতার প্রশংসা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবা লিখেছেন, ‘এই ঘটনার শক কাটিয়ে উঠতে পারছি না। তবে ভাইজান, তোমার সাহস দেখে আমি গর্বিত। পরিবারকে আগলে রাখার এই মানসিকতা আব্বাকে গর্বিত করত। দ্রুত সুস্থ হয়ে ওঠো। পাশে না থাকতে পেরে খারাপ লাগছে। তোমার জন্য সব সময় প্রার্থনা করছি।’

জানা গেছে, চুরির উদ্দেশ্যে সাইফের বাড়িতে প্রবেশ করেছিলেন মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামে এক ব্যক্তি। বাড়ির গৃহপরিচারিকার সঙ্গে তার বাগ্‌বিতণ্ডার সময় সাইফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল নিতে গেলে তাঁর পিঠে ছুরিকাঘাত করা হয়।

সোহা আলী খান ও সাবা আলী খান। ছবি: সংগৃহীত

সোহা আলী খান ও সাবা আলী খান। ছবি: সংগৃহীত

রোববার সকালে মুম্বাই পুলিশ নিশ্চিত করেছে, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার করে সাইফের শরীর থেকে ২.৫ ইঞ্চি দীর্ঘ একটি ব্লেড অপসারণ করা হয়। বর্তমানে তিনি ঝুঁকিমুক্ত অবস্থায় রয়েছেন এবং তাঁকে আইসিইউ থেকে সাধারণ কক্ষে স্থানান্তর করা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা চিকিৎসকেরা পর্যবেক্ষণ করছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত