Homeবিনোদনসাইফ আলীকে ছুরিকাঘাত, কী বললেন কারিনার প্রাক্তন শাহিদ কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাত, কী বললেন কারিনার প্রাক্তন শাহিদ কাপুর


শাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ।

‘দেবা’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন শাহিদ। সাইফ আলী প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমরা সকলেই অত্যন্ত উদ্বিগ্ন। আশা করি, সাইফ দ্রুত সুস্থ হয়ে উঠবে। খুব তাড়াতাড়ি সেরে উঠুক, এটাই চাই। যা ঘটেছে এতে আমরা ভীষণ মর্মাহত।’

তিনি আরও বলেন, ‘মুম্বাইয়ে যে এমন ঘটনা ঘটতে পারে, সেটা মেনে নেওয়া আমার পক্ষে অন্তত কঠিন। আমি নিশ্চিত, পুলিশ যথাসম্ভব তাদের দিক থেকে চেষ্টা করছে। সাধারণত মুম্বাইয়ে এ রকম ঘটনা ঘটে না। আমাদের শহর অত্যন্ত নিরাপদ একটা জায়গা। আমরা গর্বের সঙ্গে বলি, আমাদের পরিবারের সদস্যরাও যদি রাত ২ বা ৩টার সময় বাইরে থাকে তারা নিরাপদ।’

গত বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে আক্রমণের শিকার হন সাইফ আলী খান। অজ্ঞাতনামা এক ব্যক্তি মধ্যরাতে তাঁর বাড়িতে ঢুকে পড়ে। যেখানে স্ত্রী কারিনা ও দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে থাকেন সাইফ। আক্রমণকারী যখন জেহর রুমের দিকে যাচ্ছিল, ওই সময় জেহর আয়া তাঁকে দেখে ফেলে। তাঁর চিৎকারে ছুটে আসেন সাইফ। আক্রমণকারীর সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। সাইফকে ছয়বার ছুরিকাঘাত করে আক্রমণকারী পালিয়ে যায়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত