Homeবিনোদনসাংবাদিকদের ‘গু, গোবর, পিশাচ’ বলে গালিগালাজ করলেন পরীমণি

সাংবাদিকদের ‘গু, গোবর, পিশাচ’ বলে গালিগালাজ করলেন পরীমণি


এক বছরের কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার গত বৃহস্পতিবার ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে পরীমণি পুরো বিষয়টি মিথ্যা ও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন।

এ নিয়ে গতকাল খবর প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। আর তাতেই গণমাধ্যমের প্রতি চটেছেন এই নায়িকা। শুক্রবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে সাংবাদিকদের গু, গোবর, পিশাচ বলে গালিগালাজ করেন পরীমণি।

পরীমণি বলেন, ‘শুক্রবার বিকেলের পর থেকে আমি অনেক হ্যারেজ হয়েছি। শুধু ফোন কল না, নানা রকমভাবে। আমার নামে অভিযোগ, আমি আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হার্ট করেছি। সে আমার নামে একটা সাধারণ ডায়েরি করেছে ভাটারা থানায়। যেহেতু থানার মাধ্যমে একটা অভিযোগ করা হয়েছে, সেটা তো আইনি প্রক্রিয়ায় চলে গেছে। যারা মিডিয়াকর্মী, তারা একটু অপেক্ষা করতে পারত না? তারা যে মেন্টাল টর্চারটা আমাকে দিল। যেভাবে ফলাও করে তার অভিযোগটা প্রচার করা হলো, তার ইন্টারভিউ করা হলো। তার মানে কি তাকে প্রিভিলেজ দেওয়া হচ্ছে না? …যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন? আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে নিউজ করেছে। যেন প্রমাণ হয়ে গেছে আমি দোষী।’

কয়েক দিন আগে পরীমণির হাতে মেহেদি দিয়ে ‘এস’ লেখা নিয়ে নিউজ হয়েছিল। এরপর ফেসবুকে গণমাধ্যমকর্মীদের ‘বলদ’ বলেছিলেন পরী। আজকের লাইভে সে প্রসঙ্গ আবারও তুলে পরীমণি বলেন, ‘হাতে এস লেখার কারণে আপনাদের বলদ বলেছি বলে কি এমন করছেন? তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন। আপনারা আসলেই বলদ, সলিড বলদ। আপনারা গু, আপনারা গোবর, আপনারা পিশাচ।’

জেলে যাওয়ার পরেও তাঁকে নিয়ে বিভিন্ন ধরনের নিউজ প্রকাশের সমালোচনা করেন। পরী বলেন, ‘যে কয়দিন আমি জেলে ছিলাম, সে সময় শুধু আমাকে নিয়েই নিউজ করা হয়েছে। আজ পরীমণি কি খেলেন, কোথায় ঘুমালেন, কম্বল দেওয়া হলো কি না, তাকে কোন থালায় খাবার দেওয়া হলো। এত নোংরাভাবে নিউজগুলো প্রকাশ করা হচ্ছিল, যাতে সাধারণ মানুষের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয়। যেন একটা নাটকীয় ব্যাপার। এটা তো আমার ব্যক্তিগত জীবন। একটা জীবন তো সিনেমা হতে পারে না।’

গৃহকর্মীর অভিযোগ নিয়ে পরী জানান, তাঁর কাছে সবকিছুর প্রমাণ আছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা থেকে তিনি তা এখন প্রকাশ করছেন না। ভরসা রাখতে চান আইনের প্রতি। তবে শেষ দিকে উত্তেজিত হয়ে পরী জানান, আজ সবকিছুর প্রমাণ দিয়ে দেবেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত