Homeবিনোদনসংগীতে প্রযুক্তির ব্যবহার নিয়ে সতর্ক করলেন এ আর রাহমান

সংগীতে প্রযুক্তির ব্যবহার নিয়ে সতর্ক করলেন এ আর রাহমান


বিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে ভোগা শুরু করেছেন শিল্পীরা। সংগীতে কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন অস্কারজয়ী ভারতীয় সংগীতকার এ আর রাহমান। সতর্ক করে বললেন, সংগীতে এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণ করা না হলে সৃষ্টি হবে বিশৃঙ্খলা।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আর রাহমান বলেন, ‘প্রতি‌টি জি‌নি‌সের ভা‌লো-খারাপ দু‌টি দিকই আছে। নি‌জে‌দের আইডিয়া ভা‌লোভা‌বে বাস্তবায়নের জন‌্য এআই‌য়ের ভা‌লো দিকগুলো ব‌্যবহার করা যে‌তে পা‌রে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার শেষ পর্যন্ত আমাদের জন্য খারাপ হবে।’

এ আর রাহমান আরও বলেন, ‘এআইয়ের অপব্যবহার তো অক্সিজেনে বিষ মেশানোর মতো। জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে বিখ্যাত কিছু গান তো এতটাই অশ্রাব্য! আমি জানি না আজকাল কীসব ঘটছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অতি অবশ্যই নিয়ন্ত্রণে রাখা দরকার। নাহলে ভীষণ বিশৃঙ্খলার সৃষ্টি হবে।’

এ আর রাহমান নিজেও সংগীতে এআই প্রযুক্তির ব্যবহার করেছেন। রজনীকান্ত অভিনীত ‘লাল সালাম’ সিনেমার ‘থিমিরি ইয়েজুদা’ গানে প্রয়াত গায়ক বাম্বা বাক্যা এবং শাহুল হামিদের কণ্ঠস্বর ব্যবহার করেছিলেন তিনি, তবে শিল্পীদের পরিবারের সম্মতি নিয়ে।। তবুও এআই নিয়ে ভীষণ উদ্বেগ তাঁর। সংগীতে এআই ব্যবহারের নিয়ম থাকার কথাও উল্লেখ করেছেন রাহমান। কোনটি করা যাবে, আর কোনটি যাবে না সেটা স্পষ্ট হওয়া উচিত বলে মনে করেন তিনি।

সম্প্রতি রাহমানের বিরুদ্ধে বহু বাদ্যশিল্পীকে বেকার করে দেওয়ার অভিযোগ এনেছিলেন অভিজিৎ ভট্টাচার্য। অভিজিতের ভাষ্যমতে রাহমানের গানে প্রযুক্তির মাধ্যমেই বেশির ভাগ বাদ্যযন্ত্র ব্যবহার হয়। এই কারণে অনেকেই কাজ হারাচ্ছেন।

অভিজিতের এমন অভিযোগে রাহমানের জবাবটা ছিল এ রকম, ‘এটা বাদ্যশিল্পীদের কোণঠাসা করার বিষয় নয়, মিউজিক ইন্ডাস্ট্রির উন্নতি সাধন এবং নতুন সৃজনশীলতার অন্বেষণেই এক্সপেরিমেন্ট করা হয়। আমি তো সম্প্রতি দুবাইয়ে ৬০ জন নারীকে নিয়ে একটা অর্কেস্ট্রা টিমের আয়োজন করলাম। ওঁদের প্রত্যেক মাসে পারিশ্রমিক দেওয়া হয়। এ ছাড়া বিমা, স্বাস্থ্য এবং সবকিছুর জন্য আর্থিক সাহায্য করি। সিনেমাতেও আমার কাজের সঙ্গে প্রায় ২০০-৩০০ জন শিল্পী যুক্ত থাকেন। আমি তাঁদের সঙ্গে গ্রুপ ছবি দেখাই না বা পোস্ট করি না, তাই কেউ এ সম্পর্কে জানতে পারে না।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত