Homeবিনোদনশিল্পকলায় ‘মার্ক্স ইন সোহো’র দুই প্রদর্শনী

শিল্পকলায় ‘মার্ক্স ইন সোহো’র দুই প্রদর্শনী


নাট্যসংগঠন বটতলা এবং যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’র দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এই নাটকের পরপর দুটি প্রদর্শনী মঞ্চস্থ হবে ২০ ও ২১ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা ৭টায়।

মৃত্যুর এক শ বছর পর কার্ল মার্ক্স পরকালের হর্তাকর্তাদের বুঝিয়ে তাঁকে তাঁর বদনাম ঘোচানোর সুযোগ দিতে পৃথিবীতে কয়েক ঘণ্টার জন্য ফেরার ব্যাপারে রাজি করান। ইউরোপের একাধিক দেশ থেকে উচ্ছেদ হওয়ার পর তাঁর জীবনের বেশির ভাগ সময় কাটান যে লন্ডনের সোহোতে, সেখানে পৌঁছানোর বদলে স্বর্গীয় একটি ছোট দাপ্তরিক ভুলের কারণে রাস্তা পাল্টে যাওয়ায় মার্ক্স নিজেকে আবিষ্কার করেন নিউইয়র্কের সোহোতে। সেখানে মার্ক্স বুঝতে পারেন, শুধু যে তাঁর সারা জীবনের কাজের সম্পর্কে লোকের ভুল ধারণা রয়ে গেছে, তা নয়, তাঁর মৃত্যুর পর পৃথিবী খুব সামান্যই বদলেছে! এমন অস্থির সময়ে মানুষের মুক্তি কোথায়? নাটকের নানা স্তরে দার্শনিক কার্ল মার্ক্সের পাশাপাশি জানা যাবে ব্যক্তি কার্ল মার্ক্সকেও।

এ নাটকে অভিনয় করেছেন হুমায়ুন আজম রেওয়াজ, উম্মে হাবিবা। সংগীত, সেট ও দৃশ্য পরিকল্পনায় নায়লা আজাদ, কোরিওগ্রাফি করেছেন নায়লা আজাদ ও উম্মে হাবিবা, সংগীত প্রয়োগ ইভা আফরোজ খান, পোশাক পরিকল্পনা তাহমিনা সুলতানা মৌ, আলোক প্রক্ষেপণে মীর মোহাম্মদ বাদল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত