নামাজ না পড়লেও রোজা ও জাকাত আদায় করেন বলিউডের মুসলিম চলচ্চিত্র নির্মাতা ও ড্যান্স কোরিওগ্রাফার ফারাহ খান। দিনে পাঁচবার নামাজ না পড়লেও নিজেকে ভালো মুসলিম ও ভালো মানুষ দাবি করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম রেডিফের লাইভ চ্যাটে ভক্ত–অনুরাগীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ফারাহ। এ সময় তিনি শাহরুখ খান, সালমান খানসহ বলিউডে অন্য অন্য মুসলিম তারকাদের ধর্মীয় বিশ্বাস ও চর্চা নিয়েও কথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রেডিফের অনুষ্ঠানে ফারাহ খানকে তাঁর এক ভক্ত প্রশ্ন করেন, তিনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন কিনা। পাশাপাশি ইসলামি বিধান অনুযায়ী দিনে পাঁচবার নামাজ পড়া এবং রোজা রাখার মতো বিষয়গুলো মেনে চলেন কিনা।
উত্তরে ফারাহ খান বলেন, ‘আমি নামাজ পড়ি না। কিন্তু রমজানে রোজা রাখি এবং আমার আয়ের ৫ শতাংশ আমি দান করি, যাকে ইসলামে জাকাত বলা হয়। আমি সৎ থাকা এবং মানুষের সঙ্গে সদ্ব্যবহার করার চেষ্টা করি। সর্বোচ্চ পরিশ্রম করি। আর আমি মনে করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েও এসবের কোনো কিছু না করার চেয়ে এটা ভালো।’
এ সময় ওই ভক্ত তাঁর কাছে শাহরুখ খান, সালমান খান, তাবাসসুম ফাতিমা হাশমি ওরফে টাবুসহ বলিউডের অন্য মুসলিম তারকাদের ধর্মীয় জীবন নিয়ে জানতে চান। উত্তরে ফারাহ বলেন, ‘শাহরুখ খুবই ভালো মানুষ। তিনিও প্রচুর দান করেন। এ ছাড়া ইন্ডাস্ট্রির ভেতর–বাইরের প্রচুর মানুষকে তিনি যে কোনো দরকারে সাধ্য মতো সাহায্য করেন। টাবু আমার খুব ভালো বন্ধু। তার ব্যাপারে বলতে পারি, সে নিয়মিত নামাজ পড়ে এবং সেও খুব ভালো মানুষ। আর সালমানের ব্যাপারে আমি খুব ভালো জানি না। তবে, এটুকু বলতে পারি, যখনই কারও কোনো প্রয়োজন হয়, তিনি সাহায্যের জন্য প্রস্তুত থাকেন। আমি মনে করি, মানুষ জীবনচর্চায় কতটা ধার্মিক, তার চেয়ে এই গুণগুলো থাকা বেশি জরুরি।’