Homeবিনোদনশাকিব খানের নায়িকা হতে চাই : মিম

শাকিব খানের নায়িকা হতে চাই : মিম


দশ-বারো বছর বয়সেই দেশ ছাড়েন মারিয়া মিম। মা-বাবার সঙ্গে পাড়ি জমান ইউরোপের রাষ্ট্র স্পেনে। সেখানে ফ্যাশন ডিজাইনের ওপর পড়াশোনা করেছেন এই সুন্দরী। ২০১২ সালে দেশে ফিরে স্পেনের নাগরিক মিম ভালোবেসে বিয়ে করেন অভিনেতা সিদ্দিকুর রহমানকে (সিদ্দিক)। এই সংসারে ২০১৩ সালে তাদের ঘর আলো করে আসে এক পুত্রসন্তান। তবে সংসার জীবনে বনিবনা না হওয়ায় ২০১৯ সালে বিচ্ছেদ ঘটে তাদের মধ্যে। ২০১৮ সালে মডেলিংয়ে নাম লেখান মারিয়া মিম। ফটোশুটের মাধ্যমে গ্ল্যামার দুনিয়ায় পা রাখেন। শুরুতেই ডায়মন্ড ওয়ার্ল্ডের ফটোশুট ও মিরর ম্যাগাজিনে ভাসাভির কাভার মডেল হন। এরপর আসুস ল্যাপটপ, ওয়ালটন, ভিশন ওয়াশিং মেশিন, স্যাভলন, ডিপ্লোমা দুধ, প্রাণসহ ৫০টির বেশি বিজ্ঞাপনে মডেল হয়েছেন মিম।

এ ছাড়া আমায় আগলে রেখো, লাক বাই চান্সসহ কয়েকটি নাটকে অভিনয়ে দেখা গেছে তাকে। মারিয়া মিম কাবাডি এবং হ্যালো সোহানা নামে দুটি ওয়েব কনটেন্টে অভিনয় করেছিলেন। ঝুমকা, গোলাপি, ব্যথার পাহাড়, অভিমানীসহ আরও কয়েকটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তিনি।

বর্তমানে মারিয়া মিমের শোবিজে বিভিন্ন অনুষ্ঠানে সরব উপস্থিতি থাকে। ফ্যাশনের দিক থেকে নিজেকে সবসময় ভিন্নভাবে মেলে ধরেন তিনি। এদিকে চলতি মাসে একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। এসিআই আলমিরার বিজ্ঞাপনে এক দম্পতির মজার গল্প তুলে ধরা হয়েছে বলে জানালেন। মিম বলেন, ‘বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন হাসান তৌফিক অঙ্কুর ভাই। তিনি মজার একটি কনসেপ্টে কাজটি করেছেন। গল্পটি স্বামী-স্ত্রীর। যেখানে স্বামীকে আড্ডাবাজ টাইপের দেখানো হয়েছে। ঘরের প্রতি তার কোনো খেয়াল নেই। এমনকি ঘরে একটি আলমিরাও কেনার প্রয়োজন বোধ করে না। আগামী জানুয়ারি মাসে বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে শুনেছি।’

বর্তমানে সিনেমায় অভিনয়ের পরিকল্পনা করছেন মিম। তার ইচ্ছা বাণিজ্যিক সিনেমার নায়িকা হওয়া। তার ভাষ্য, ‘আমার যে লুক, এটা বাণিজ্যিক সিনেমার জন্য পারফেক্ট বলে মনে করি। এতটা গ্ল্যামার বাণিজ্যিক সিনেমা আমার জন্য ঠিকঠাক বলে মনে করি।’ নায়ক হিসেবে কাকে চান প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখুন, এই মুহূর্তে যে কোনো নায়িকাই নায়ক হিসেবে শাকিব খানকেই চাইবে বলে আমার বিশ্বাস। একদম পারফেক্ট লুক ও স্ক্রিনেও অতুলনীয় শাকিব খান। সব দিক দিয়েই সেরা তিনি। আমি অবশ্যই শাকিব খানের নায়িকা হতে চাই। তবে পরিচালক ও প্রযোজকরা আসলে সিদ্ধান্ত নিয়ে থাকেন শিল্পী বাছাইয়ে।

গল্প ও আমার চরিত্র পছন্দ হলে সিনেমার জন্য প্রস্তুত আছি আমি।’

আইটেম গান করতে চান কি না? জবাবে মারিয়া মিম বলেন, ‘সিনেমায় আইটেম গানে তো কাজ করাই যায়। তবে সেটি ভালো বাজেটের হতে হবে। আইটেম গানে আগ্রহ রয়েছে। বলিউড থেকে সাউথ সব বড় তারকা আইটেম গানে পারফর্ম করেছেন। আমারও ইচ্ছা আছে। এমন কাজ করতে চাই যেন সবাই বলে কাজটি ভালো হয়েছে।’

সাবেক স্বামী অভিনেতা সিদ্দিকুর রহমানের অভিযোগ আপনি নায়িকা হওয়ার জন্যই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এমন প্রশ্নে মিম বলেন, ‘দেখুন, তেমন কোনো বিষয় ছিল না। আমাদের নিয়ে অতিরঞ্জিত করে কিছু সংবাদ প্রকাশ হয়েছে। এখানে নায়িকা হওয়া বা অভিনয়ের কোনো সম্পর্ক ছিল না।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত