Homeবিনোদনলাস ভেগাসে `অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর এক ঝলক

লাস ভেগাসে `অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর এক ঝলক


মার্কিন নির্মাতা জেমস ক্যামেরন। তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর প্রথম ট্রেলার বৃহস্পতিবার লাস ভেগাসে অনুষ্ঠিত সিনেমাকনে দেখানো হয়, যা দর্শকের জন্য এখনো উন্মুক্ত করা হয়নি।

এটি জেমস ক্যামেরনের জনপ্রিয় অ্যাভাটার সিরিজের তৃতীয় সিনেমা। আগের দুই কিস্তির মতো এবার দেরি হয়নি। ক্যামেরন আগেই সব সিক্যুয়েল একসঙ্গে শুট করে রেখেছেন। তাই সময়মতো মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

সিনেমাকনে দর্শকদের থ্রিডি ট্রেলারে দেখানো হয় প্যান্ডোরার মনোমুগ্ধকর প্রকৃতি। সেখানে দেখা যায় দুটি নতুন না’ভি উপজাতি—‘উইন্ড ট্রেডার’ ও ‘ফায়ার পিপল’, যা দেখে উপস্থিত অনেক তারকাই মন্তব্য করেছেন এবার আরও দুর্ধর্ষ কিছু আনতে যাচ্ছেন জেমস। ২০০৯ সালের প্রথম অ্যাভাটার ও ২০২২ সালের ‘দ্য ওয়ে অব ওয়াটার’—দুটিই ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এবারও সে সাফল্য ধরে রাখতে চায় ক্যামেরনের দল।

যদি ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ও সেই লক্ষ্যে পৌঁছে যায়, তাহলে এটি হবে ইতিহাসের প্রথম সিরিজ যার তিনটি সিনেমা ২ বিলিয়নের ক্লাবে থাকবে। ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাবে আগামী ১৯ ডিসেম্বর। এরপর ‘অ্যাভাটার ৪’ আসবে ২০২৯ সালের ২১ ডিসেম্বর। আর পঞ্চম ছবি আসবে ২০৩১ সালের ১৯ ডিসেম্বর।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত