সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে। আজ শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে লন্ডন যাওয়ার কথা ছিল তাঁর। তবে বিমানবন্দর থেকে নিপুণকে ফেরত পাঠানো হয় বলে সিলেট বিমানবন্দর থানা সূত্রে জানা গেছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তবে তাঁর নামে মামলা না থাকায় জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে নিপুণকে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না নিপুণের। ধারণা করা হচ্ছিল, গোপনে দেশ ছেড়েছেন তিনি। তবে আজ সিলেট বিমানবন্দরে তাঁর আটকের ঘটনায় প্রমাণ হলো এতদিন তিনি দেশেই ছিলেন।
বিগত সরকারের আমলে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন নিপুণ। বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানের নিয়মিত মুখ ছিলেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের প্রভাব খাটিয়েছেন বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছিল নিপুণের বিরুদ্ধে।