দেখতে দেখতে পবিত্র রমজান মাসের শেষ ভাগে আমরা। নিকটে চলে এসেছে ঈদুল ফিতর, যা উপলক্ষে সিনেমাপ্রেমী দর্শকের জন্য ঢালিউড ইন্ডাস্ট্রিতে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি সিনেমা, যার মধ্যে তিনটি সিনেমা নিয়ে উল্লেখযোগ্য বেশি আলোচনা হচ্ছে। সিনেমা তিনটি হলো ‘বরবাদ’, ‘দাগি’ এবং ‘জংলি’। এই তিন ছবির অ্যাকশন এরই মধ্যে নজর কেড়েছে দর্শকের।
‘জংলি’ সিনেমার পোস্টারে সিয়াম আহমেদ।
জংলি
সিয়াম অভিনীত ‘জংলি’ সিনেমাটিতে যে দর্শকের জন্য ভরপুর অ্যাকশন রয়েছে, তার আভাস আগেই পাওয়া যায়। এরপর এম রাহিম পরিচালিত এ সিনেমার পোস্টারে সিয়ামকে মুখমণ্ডলে ময়লাটে দাঁড়ি, এলোমেলো চুল, জিহ্বায় তাজা রক্তের ছাপ, চোখ থেকে বের হওয়া বুনো উল্লাস নিয়ে ‘জংলি’ রূপে হাজির করা হয়। এরপর টিজারে পরনে লুঙ্গি, চোখে-মুখে হিংস্রতা, উশকোখুশকো চুল-দাড়ি আর পুরাদস্তুর অ্যাকশন লুকে দেশি মাসালা হিরোরূপে দেখা মিলে সিয়াম আহমেদের। যার ফলে মুক্তির আগেই নির্মাতা বুঝিয়ে দিয়েছেন প্রতিশোধ আর রক্তের নেশায় ভয়ংকর এক সিয়ামকে দেখতে যাচ্ছে দর্শক। জমজমাট অ্যাকশনে ভরা এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন বুবলী।
Source link