নির্মাতা কাজল আরেফিন অমির বিগত বছরগুলোতে বেশ কয়েকটি কাজ দর্শকপ্রিয়তা পেয়েছে, যার মধ্যে একটি নাটক ‘ফিমেল’। এরই মধ্যে এর চার পর্ব প্রকাশ হয়েছে। এবার আসছে পঞ্চম কিস্তি। ঈদুল ফিতরের জন্য নির্মাণ করা হচ্ছে।
রাজধানীর ব্যাটারি গলি নামে এক মহল্লার গল্প নিয়ে ‘ফিমেল’ নাটকটি নির্মাণ করে আসছেন অমি। যেখানে তিনি ‘লাবু কমিশনার’, ‘কুত্তা মিজান’, ‘এতিম আকবর’, ‘মুদি আনোয়ার’, ‘বডি সোহেল’ ও ‘ড্যান্সার শাহলম’ চরিত্রগুলোকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছেন। এবারও এ চরিত্র নিয়েই আসছে ‘ফিমেল ৫’। যার শুটিং শুরু হবে রোজার মধ্যে। নির্মাতার ঘনিষ্ঠ একজন এমনটাই জানিয়েছেন কালবেলাকে।
সূত্রটি জানায়, অমির হাতে এখন বেশ কয়েকটি কাজ রয়েছে, যার মধ্যে ‘ফিমেল ৫’ একটি। এটি তিনি ঈদুল ফিতরের জন্য প্রস্তুত করছেন। সব ধরনের কাজ শেষ এখন শুধু শুটিং হবে। এ নাটকের জনপ্রিয় চরিত্রগুলো এবারও থাকবে। এর মধ্যে চমক হিসেবে এবারও নতুন এক থেকে দুটি চরিত্র রাখা হবে বলেও নিশ্চিত করে সূত্রটি।
দর্শক চাহিদায় ‘ফিমেল’ নাটকের প্রতিটি কিস্তিই দর্শক জনপ্রিয়তা পেয়েছে। তাই এবারের পর্ব নিয়েও বেশ আশাবাদী সবাই। তবে নতুন এ পর্ব নিয়ে ২০২৪ সালের শেষের দিকে একটি ইঙ্গিতমূলক পোস্ট করেন অমি। সে সময় তার ফেসবুক পেজ থেকে ফাইভ লিখে পোস্ট দিলে শুধু সেখানেই লক্ষাধিক লাইক পড়ে। মন্তব্য দেখা যায় ৩৩ হাজারের বেশি। শেয়ার হয় প্রায় ৫ হাজারের মতো। এরপর অমি বলেন, ব্যাচেলর পয়েন্ট ফাইভ বানাতে পারি, আবার ফিমেল ফাইভও বানাতে পারি। কোনটি আগে বানাব সেটি কিছুদিন পর জানাব। তবে দর্শক যেটা বেশি চাইবে সেটা আগে বানাব। তার কথা অনুযায়ী আগে আসছে ‘ফিমেল ৫’।