ভিকি জাহেদের পরিচালনায় ‘আরারাত’ ওয়েব সিরিজে জিনের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন মডেল অভিনেতা ফররুখ আহমেদ রেহান। এরপর অভিনয় করেন নাটক ও মিউজিক ভিডিওতে। তবে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘যুগল’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করে রাতারাতি চলে আসেন আলোচনায়। নির্মাতাদের কাছে বেড়ে যায় তার চাহিদাও।
রেহানকে সর্বশেষ ভালোবাসা দিবস উপলক্ষে ভিকি জাহেদের ‘নীল সুখ’ ওয়েব ফিল্মে অভিনয় করতে দেখা যায়। এই কাজটিও দর্শকের কাছে গ্রহণ যোগ্যতা পেয়েছে। যে কারণে নির্মাতারাও তাকে নিয়ে আগামী ঈদে প্রচারের জন্য নাটক নির্মাণে প্রবল আগ্রহ প্রকাশ করছেন। তবে রেহান আগাতে চান একটু বুঝে শুনে।
এ নিয়ে রেহান বলেন, ‘নীল সুখে এদেশের কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি। প্রতিনিয়ত নানা মাধ্যমে এই ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এটা আমার কাছে রীতিমতো স্বপ্নের। আমি আমার নিজেকে যতটা পারফেক্টলি পারা যায় উপস্থাপনের চেষ্টা করেছি। যার জন্য আমার সহশিল্পী ও নির্মাতাদের থেকে পরামর্শ নিচ্ছি। এখন অনেক কাজের অফার আসছে। তবে আমি একটু ধীরগতিতে আগাতে চাই। গল্প নির্ভর কাজ করতে চাই। নীল সুখের পর বেশকিছু কাজের ব্যাপারে আলাপ চলছে। এরমধ্যে শামীম ভাই, রাকিব ভাই, তারিক ভাইয়ের নাটকে কাজ করার ব্যাপারে প্রায় চূড়ান্ত। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি বিস্তারিত বলতে পারছি না। আমি একটু ভালো গল্পের কাজই করতে চাই, যে গল্পে দর্শকের আগ্রহ থাকবে।’
এদিকে রেহান আগামী ঈদ উপলক্ষ্যে এরই মধ্যে দেশের বেশকিছু ফ্যাশন হাউসের মডেল হিসেবে ফটোশুটে অংশ নিয়েছেন। আগামী কয়েকদিনে আরও কয়েকটি হাউসের কাজ করবেন বলেও জানান তিনি। সঙ্গে আছে নাটকের ব্যস্ততা।
Source link