Homeবিনোদনরেসিং ট্র্যাকে ব্রাড পিট | কালবেলা

রেসিং ট্র্যাকে ব্রাড পিট | কালবেলা


হলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক ব্রাড পিট। দীর্ঘসময় ধরে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে খবরের শিরোনামে এসেছেন এ অভিনেতা। তবে সম্পর্কের টানাপোড়েনের ইতি টেনে এবার ফর্মুলা ১ সিনেমায় ফিরছেন ব্রাড।

চলচ্চিত্রটি ফর্মুলা ১-এর এক ড্রাইভারের গল্প, যিনি অবসর থেকে ফিরে এসে একটি তরুণ ড্রাইভারকে মেন্টর এবং তার সঙ্গে দলবদ্ধভাবে প্রতিযোগিতা করেন। এ সিনেমায় ব্রাডের পাশাপাশি অভিনয় করেছেন কেরি কনডন, জাভিয়ের বারডেম ও ক্যালি কুকসহ আরও অনেকে। জোসেফ কোসিনস্কি পরিচালিত এ সিনেমার মাধ্যমে আবারও বিশ্বের চলচ্চিত্রমহলে আলোচনায় আসতে চলেছেন ব্রাড পিট। এ সিনেমাটি নির্মাণের জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় শুটিং করা হয়েছে। বিশেষ করে হাঙ্গেরি, যুক্তরাজ্য, ইতালি, মেক্সিকো, নেদারল্যান্ডস, আবুধাবি, বেলজিয়াম, জাপান, লাস ভেগাস, ডেটোনা বিচ এবং নিউ স্মিরনা বিচে এ সিনেমার শুট করা হয়। এদিকে সিনেমার ফ্লোরিডার রেসিং দৃশ্যগুলো শুট করা হয়েছিল ডেটোনা আন্তর্জাতিক স্পিডওয়ে এবং নিউ স্মিরনা বিচের পাপ্পাস ড্রাইভ-ইন ও ফ্যামিলি রেস্টুরেন্টে। কিন্তু এফ ১ সিনেমার শুটিং শেষ হওয়ার পর ২০২৪ সালের মার্চে পাপ্পাস রেস্টুরেন্টটি একটি অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

ব্রাড পিটকে সবশেষ দেখা যায় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত জন ওয়াটসের পরিচালনায় নির্মিত ‘ওলফস’ সিনেমায়। যেখানে ব্রাডের পাশাপাশি অভিনয় করেন জর্জ ক্লুনি, অস্টিন আব্রামস ও পূর্ণা জগন্নাথনসহ আরও অনেকে।

তবে চলতি গ্রীষ্মে ব্রাড তার ভক্তদের জন্য দারুণ চমক নিয়ে আসছেন এফ ১ সিনেমাটির মাধ্যমে। এরই মধ্যে সিনেমাটির অফিসিয়াল ট্রেইলার মুক্তি পেয়েছে, যা দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের সহযোগিতায় এ সিনেমাটি মুক্তি পেতে চলেছে আগামী ২৫ জুন।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত