Homeবিনোদনরূপ-লাবণ্য আর চঞ্চলতার মিশ্রণ শ্রীলীলা

রূপ-লাবণ্য আর চঞ্চলতার মিশ্রণ শ্রীলীলা


সিনেপাড়ার নতুন প্রিয়দর্শিনী শ্রীলীলা—যার উষ্ণ অবতারে এখন আন্দোলিত অনুরাগীদের মন। এই তেলেগু সুন্দরীর রূপ-লাবণ্য আর চঞ্চলতায় বুঁদ হয়ে আছে সব শ্রেণির সিনেপ্রেমী। আঠারো থেকে আশি—সবাই এখন মজে আছে শ্রীলীলার রূপের জাদুতে। সিনে ইন্ডাস্ট্রির এই নতুন প্রিয়দর্শিনী এ মুহূর্তে সর্বাধিক চর্চিত নাম। অনেকের কাছে নবীন হলেও সিনেমা জগতে শ্রীলীলার শুরু কিন্তু ২০১৭ সালে। ওই সময় তেলেগু সিনেমা ‘চিত্রাঙ্গদা’য় তরুণী শালিনী দেবীর চরিত্রে অভিনয় করে আগমনী বার্তা দেন। যদিও সেখানে তাকে শিশুশিল্পী হিসেবেই দেখানো হয়। ২০১৯ সালে কন্নড় ইন্ডাস্ট্রির ‘কিস’ ছবিতে প্রধান চরিত্র হিসেবে অভিষেক হয়। আর ওই বছরই সেরা অভিষিক্ত হিসেবে জাতীয় পুরস্কার বগলদাবা করে নেন। তবে সম্প্রতি বক্স অফিসে সব রেকর্ড ভেঙে চুরমার করা ‘পুষ্পা-২: দ্য রুল’ মুক্তি পাওয়ার পর থেকে তিনি হয়ে উঠেছেন প্যান-ইন্ডিয়ান তারকা। আইটেম গান ‘কিসসিক’-এ ঝড় তুলে তেইশ বছর বয়সী এই অভিনেত্রী এখন লাইমলাইটে। গান দিয়ে দর্শকের প্রত্যাশা পুরোপুরি মেটাতে না পারলেও তাকে নিয়ে প্রতিনিয়ত বাড়ছে উন্মাদনা।

সব রেকর্ড ভেঙে চুরমার করা ‘পুষ্পা-২: দ্য রুল’-এর আইটেম গার্ল শ্রীলীলার জন্ম ২০০১ সালের ১৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে। ডেট্রয়েটের তেলেগু পরিবারে জন্ম হলেও বেড়ে ওঠা ভারতের বেঙ্গালুরুতে। তার মা একজন বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ। মায়ের মতো শ্রীলীলাও চিকিৎসা পেশায় যেতে মনস্থির করেন। এমনকি ২০২১ সাল পর্যন্ত তিনি এমবিবিএসের চূড়ান্ত বর্ষে অধ্যয়নরত ছিলেন। এর পরই সিনেজগতে নিজেকে সমর্পণ করেন। আপাতত সিনেমা নিয়েই তার সব ব্যস্ততা। সিনেজগতে ব্যস্ত থাকলেও ২০২২ সালে শ্রীলীলা দুটি প্রতিবন্ধী শিশুকে দত্তক নেন, যা তার মানবিক কোমল সত্তাকে প্রস্ফুটিত করে।

বরাবর ফ্যাশনসচেতন শ্রীলীলা আইটেম গানটিতে নিজের আকর্ষণীয় ফিগার আর ফ্যাশন সচেতনতার বিকাশ ঘটাচ্ছেন প্রতিনিয়ত। পুষ্পার সঙ্গে পর্দায় ঝড় তোলার পর থেকেই সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা। খুব বেশি অভিজ্ঞ না হলেও একের পর এক ছক ভেঙে নিজেকে প্রমাণ করছেন শ্রীলীলা। ছোটবেলা থেকেই ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ গ্রহণ শুরু করেছিলেন। সেই প্রশিক্ষণের সুফল পাচ্ছেন অভিনয় জগতে নাম লেখানোর পর থেকেই। দুষ্ট-মিষ্টি হাসি, শিহরন জাগানিয়া চাহনি আর অপরূপ সৌন্দর্যে নিজেকে এক লাস্যময়ী রমণী হিসেবে ভক্তহৃদয়ে আবেশ ছড়িয়ে যাচ্ছেন এই তেলেগু সুন্দরী।

২০১৭-তে অভিষেক হলেও ২০২১ সালে শ্রীলীলা প্রণয় সংগীতধর্মী চলচ্চিত্র ‘পেল্লি সান্ধাডি’তে অভিনয়ের মাধ্যমে তেলেগু চলচ্চিত্রে নিজেকে বিকশিত করেন। বাণিজ্যিকভাবে ব্যর্থ হলেও মনোমুগ্ধকর অভিনয়ের মাধ্যমে সমালোচকদের প্রশংসা অর্জন করেন এবং নিজের আগমনীর জানান দেন শ্রীলীলা। ‘পেল্লি সান্ধাডি’র পর তিনি তেলেগু ইন্ডাস্ট্রি থেকে একাধিক প্রস্তাব পান। এর ধারাবাহিকতায় রবি তেজার বিপরীতে ‘ধামাকা’ চলচ্চিত্রে অভিনয় করেন, যা বক্স অফিসে সফল হয়েছিল। এর পর থেকে কন্নড় ও তেলেগু সিনেমার নিয়মিত মুখ তিনি। ২০২২ সালে তিনি কন্নড় প্রণয়ধর্মী হাস্যরসাত্মক ‘বাই টু লাভ’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এরই মাঝে রাম পথিনেনির সঙ্গে ‘স্কান্দা’ সিনেমায় অভিনয় করেন।

শ্রীলীলা এরপর অনিল রবিপুরি পরিচালিত ভগবন্ত কেশরী চলচ্চিত্রে নন্দমুরি বলকৃষ্ণ ও কাজল আগরওয়ালের সঙ্গে অভিনয় করেন। চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়। তবে এটি বক্স অফিসে সফল হয় এবং ২০২৩ সালের সর্বোচ্চ আয়কারী তেলেগু সিনেমার একটি হয়। চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণী মহাতারকা মহেশ বাবুর বিপরীতে ‘গুন্টুর কারম’ ছবিতে দেখা যায় তাকে। ছবিটি ব্যাপকভাবে আলোচনায় ছিল, শ্রীলীলার ক্যারিয়ারও এ ছবিটি দিয়ে নতুন গতি পায়। কন্নড় ও তেলেগু ভাষার বেশ কিছু সিনেমায় অভিনয় করে এবার সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিত্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা করতে যাচ্ছেন তিনি। ভিন্নধর্মী চরিত্রে নিজেকে পরখ করে দেখতে নিজেই ভেঙে যাচ্ছেন নিজেকে। পর্দায় নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে সবসময়ই সজাগ থাকেন আর পরিশ্রম করেন। মার্কিন বংশোদ্ভূত শ্রীলীলা ভারতীয় সিনেমায় বেশ মানিয়ে নিয়েছেন। এমনকি ভারতীয় পোশাকের প্রতি—বিশেষ করে শাড়ির প্রতি রয়েছে তার বিশেষ দুর্বলতা। অনন্য ফ্যাশন স্টাইলের জন্য শ্রীলীলা বরাবরই পরিচিত। তার ফ্যাশন ভাবনায় ঐতিহ্যের মাধুর্য ও আধুনিকতার ছোঁয়া মিলে এক দৃষ্টিনন্দন উপস্থাপনা তৈরি করে। স্টাইলিশ ব্লাউজ ও আকর্ষণীয় অলংকার—তার প্রতিটি ফ্যাশন চয়নই রুচিশীলতার ছাপ রাখে।

শাড়ির পাশাপাশি ওয়েস্টার্ন পোশাকেও সাবলীল। পোশাকের সঙ্গে সাবলীল মেকআপ ও ন্যাচারাল হেয়ারস্টাইলের মিশ্রণে তিনি তার লুকে সবসময়ই যোগ করেন একধরনের স্বতন্ত্র আবেগ, যা তার গ্ল্যামার ও ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে অনেকাংশে। তেলেগু, কন্নড় কিংবা বলিউড—যে ইন্ডাস্ট্রিতেই যান না কেন মেধার ছাপ ও অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলে নিজেকে আলাদাভাবে চিহ্নিত করতে সচেষ্ট শ্রীলীলা। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় অভিনয়ে আগ্রহী ভারতীয় সিনেমার সাহসী ও আবেদনময়ী এই নায়িকা। আর ভিন্নধর্মী অভিনয় ও আলাদা রূপ-সৌন্দর্য দর্শকরা পছন্দ করবেন এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় থাকবেন বলেই আশা শ্রীলীলার।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত