Homeবিনোদনরাশমিকা মান্দানার সঙ্গী এখন হুইলচেয়ার

রাশমিকা মান্দানার সঙ্গী এখন হুইলচেয়ার


নিজের কথা রাখতে সারা দুনিয়া এক করে দেন অভিনয়শিল্পীরা। পর্দায় প্রায়ই এমনটা দেখা যায়। এবার বাস্তবেও সেটা করে দেখাচ্ছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। পায়ে ব্যথার কারণে চিকিৎসকেরা বিশ্রামের পরামর্শ দিলেও হুইলচেয়ারকে সঙ্গী করে যোগ দিলেন ‘ছাভা’ সিনেমার প্রমোশনে।

সম্প্রতি জিম করতে গিয়ে পায়ে ব্যথা পান ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এখনো সুস্থ হয়ে ওঠেননি তিনি। কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেছে রাশমিকার নতুন সিনেমা ছাভার প্রচার। আগে থেকেই প্রচারের অংশ নেওয়ার জন্য শিডিউল দেওয়া ছিল তাঁর। নিজের কমিটমেন্ট রক্ষায় হুইলচেয়ারকে সঙ্গী করে মুম্বাই থেকে হায়দরাবাদে ছাভার প্রচারে যোগ দিতে উড়াল দিলেন রাশমিকা।

গত বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে নেমে এক পায়ে ভর দিয়ে খুড়িয়ে খুড়িয়ে হুইলচেয়ারের বসার জন্য এগিয়ে যাচ্ছেন রাশমিকা। এরপর সেই হুইলচেয়ার ঠেলে নিয়ে যাচ্ছেন তাঁর টিমের এক সদস্য। সে সময় রাশমিকার পায়ে দেখা গেল অ্যাংকলেট, মাথায় কালো হ্যাট আর মুখে মাস্ক।

জিম করতে গিয়ে পায়ে চোট পান রাশমিকা। ছবি: সংগৃহীত

জিম করতে গিয়ে পায়ে চোট পান রাশমিকা। ছবি: সংগৃহীত

‘অ্যানিমেল’ ও ‘পুষ্পা টু’-এর মতো পরপর ব্লকবাস্টার উপহার দিয়ে রাশমিকার বৃহস্পতি এখন তুঙ্গে। ছাভা নিয়েও আশাবাদী এই দক্ষিণি অভিনেত্রী। লক্ষ্মণ উতেকর পরিচালিত ছাভা নির্মিত হয়েছে মারাঠি সাম্রাজ্যের গল্প নিয়ে। এতে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। তাঁর স্ত্রী রানি যশুবাইয়ের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে। গতকাল প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। মারাঠি ট্র্যাডিশনাল শাড়ি, কপালে বড় লাল টিপ, নাকে নথ—এমন সাজেই দেখা গেল রাশমিকাকে। শিবাজি মহারাজের জীবনে যশুবাইয়ের ভূমিকা তুলে ধরা হয়েছে রাশমিকার চরিত্রের মাধ্যমে। এতে আরও অভিনয় করেছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্যা দত্ত প্রমুখ। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছাভা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত