Homeবিনোদনযশের ‘টক্সিক’ নিয়ে গুরুতর অভিযোগ 

যশের ‘টক্সিক’ নিয়ে গুরুতর অভিযোগ 


কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার যশ। তার নতুন সিনেমা নিয়ে ‘টক্সিক’। ভক্তরা যখন নায়কের এই সিনেমাটি নিয়ে মুখিয়ে রয়েছেন। ঠিক সেই সময়ে বিতর্কে জড়াল চলচ্চিত্রটি।

কর্নাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর খান্দ্রে এই সিনেমার বিরুদ্ধে বিনা অনুমতিতে শতাধিক গাছ কেটে শুটিং সেট নির্মাণের অভিযোগ তুলেছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে চলচ্চিত্রের সেট নির্মাণ করা হয়েছে। সেখানে ঘুরে আমি দেখেছি। আর এই গাছ কাটার অনেক স্বাক্ষীও রয়েছে। ওই একালায় গত বছরও স্যাটেলাইট ছবিতে বহু গাছ দেখেছি। অথচ এখন সব ফাঁকা।

মন্ত্রী ঈশ্বর খান্দ্রে আরও বলেন, গাছ কাটার বিষয়টি নিয়ে বিবিএমপি-কে রিপোর্ট জমা দিতে বলেছি। এ বিষয়ে তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব। ঘটনাটি আইনের গুরুতর লঙ্ঘন। আমরা বেঙ্গালুরুতে আরেকটি লালবাগ পার্ক করব না।

গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটি প্রযোজনাও করেছেন যশ। তবে সিনেমাটির সংশ্লিষ্টরা কোনো মন্তব্য করেননি। এদিকে প্রোডাকশন হাউজ কেভিএনের পক্ষ থেকে মন্ত্রীর অভিযোগ অস্বীকার করেছে। তাদের ভাষ্য, ওই এলাকা সংরক্ষিত বনাঞ্চল নয়, ব্যক্তিগত সম্পত্তি। সেখানে আইন মেনেই শুটিং সেট নির্মাণ করা হয়েছে।

২০২৫ সালের ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত