Homeবিনোদনমৌমিতার ব্যস্ততা

মৌমিতার ব্যস্ততা



চলচ্চিত্রের নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন মৌমিতা মৌ। নির্মাতা ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায় শেষবার অভিনয় করেছেন তিনি। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। নতুন কোনো নাটকেও অভিনয় করেননি ‘আহারে জীবন’ মুক্তির পর।

নিজেকে সময় দিচ্ছেন এ সুন্দরী। চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন। নতুন কাজে খুব একটা আগ্রহ পাননি বিধায় নতুন কাজেও নিজেকে যুক্ত করেননি। তবে একের পর এক নিজেকে কাজ থেকে একটু দূরে সরিয়ে রাখলেও শেষ পর্যন্ত মৌমিতাকে তার ভালোলাগার স্থানেই ফিরতে হলো। অর্থাৎ অভিনয়েই ফিরতে হলো তাকে। কারণ অভিনয়ের প্রতি তার একটা অন্যরকম ভালোলাগা রয়েছে। যে কারণে ক্যামেরার সামনে থেকে খুব বেশিদিন নিজেকে বিরত রাখতে পারেননি। এরই মধ্যে মৌমিতা মৌ মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ব্যাডবাজ পোলাপাইনে’ অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন মোসাব্বের হোসেন মুঈদ। এরই মধ্যে নাটকটির কাজ সম্পন্ন করেছেন তিনি। এ নাটকটি আগামী ঈদের পর প্রচারে আসবে বলে জানান মৌমিতা মৌ।

এ ছাড়া আজ থেকে মৌমিতা মৌ কমল সরকারের রচনায় তাজু কামরুলের পরিচালনায় একটি ওয়েব সিরিজেও কাজ করবেন বলে জানান। ওয়েব সিরিজটির নাম ‘রিটার্ন’। এতে তাকে কবিতা চরিত্রে অভিনয়ে দেখা যাবে। মৌমিতা বলেন, ‘কোনো কারণ ছাড়াই বেশ কিছুদিন অভিনয় থেকে নিজেকে বিরত রেখেছিলাম। নিজের মতো করে কিছুটা দিন সময় কাটিয়েছি। এর মধ্যে বেশ কিছু নাটক-সিনেমায়ও কাজ করার প্রস্তাব এসেছিল। সবকিছু মিলিয়ে কেন জানি আমার ভালো লাগেনি, কাজও করা হয়ে ওঠেনি। কিন্তু শেষমেশ বান্নাহ ভাইয়ের নির্দেশনায় ধারাবাহিকটিতে অভিনয় করেই ফেললাম। কারণ গল্পটা এবং নিজের চরিত্রটি আমার কাছে ভালো লেগেছে। আর তাজু কামরুল ভাইও অনেক দিন ধরেই বলছিলেন একটি নতুন কাজ করার জন্য। যেহেতু রিটার্ন একটি মিনি ওয়েব সিরিজ এবং গল্প শ্রদ্ধেয় কমল সরকার দাদার লেখা, সেহেতু কাজটি করছি। এখানে আমার কবিতা চরিত্রটিও ভালো লেগেছে। আজ থেকে গাজীপুরের ম্যাকভ্যালি রিসোর্টে রিটার্নের শুটিং শুরু হবে। আশা করছি কাজটি ভালো হবে। বাকিটা প্রচারে এলেই বোঝা যাবে।’ মৌমিতা মৌ ভালো গল্পের সিনেমায় কাজ করতে বেশি আগ্রহী। ‘তোমারই আছি তোমারই থাকবো’, ‘তুই শুধু আমার’, ‘মাটির পরী’, ‘মাস্তানী’, ‘অন্তর্জাল’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত