Homeবিনোদনমোশাররফ মিমের ‘শাদী মোবারক’ | কালবেলা

মোশাররফ মিমের ‘শাদী মোবারক’ | কালবেলা


জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও মিম চৌধুরী অভিনীত বেশ কিছু নাটক দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে। এবার পরিচালক শামীম জামানের নতুন ধারাবাহিক ‘শাদী মোবারক’-এ দেখা যাবে তাদের। নাটকটিতে মোশাররফ করিম ও মিম স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। এটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন।

মোশাররফ করিম বলেন, মিম ভালো অভিনয় করে। আরও ভালো করার প্রবল চেষ্টা আর আগ্রহ আছে তার। অন্যদিকে মিম চৌধুরী বলেন, মোশাররফ ভাই একজন ন্যাচারাল অ্যাক্টর। একজন এনার্জেটিক অভিনেতাই বলব আমি। তার সঙ্গে অভিনয় করতে হলে বেশ সচেতন থাকতে হয়, সহশিল্পীকেও এনার্জেটিক হতে হয়। তা না হলে মোশাররফ ভাইয়ের সহশিল্পীর অভিনয় হয়ে ওঠে না। তো ভাইয়ার সঙ্গে অভিনয় করাটা আমি সবসময়ই ভীষণ উপভোগ করি। আমি মনে করি তিনি অভিনয় শেখার একটি প্রতিষ্ঠানও বটে। কারণ তিনি অভিনয় দুনিয়া সম্পর্কে এত জানেন, যা আমাকে রীতিমতো বিস্মিত করে।’

তিনি আরও বলেন, শামীম জামান ভাই নিঃসন্দেহে একজন গুণী অভিনেতা, নির্মাতাও বটে। ভীষণ খুঁতখুঁতে একজন পরিচালক। আমার ভীষণ ভালোলাগে তার নির্দেশনায় অভিনয় করতে।

জানা গেছে, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।

এদিকে ফজলুর কবির তুহিনের ‘বিলডাকিনি’ সিনেমায় প্রথমবার প্লেব্যাক করেছেন মোশাররফ করিম। ‘ভালো ভালো লাগে না’ এমন শিরোনামের গানটির কথা ও সুর মোশাররফ করিমের। গানটি এরই মধ্যে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত