Homeবিনোদনমুগ্ধ করছেন অলংকার | কালবেলা

মুগ্ধ করছেন অলংকার | কালবেলা


প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী। নিয়মিত নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় করে দর্শকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। কিছুদিন আগে তার অভিনীত ‘রুমকির সংসার’ নাটকটি প্রচারে আসে। এই নাটকে তার অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করে। আবার গত দুই সপ্তাহ আগে অলংকারের নতুন মিউজিক ভিডিও ‘পাগলা পাগলী’ প্রচারে আসে। কলি সরকার ও আকাশ মাহমুদের গাওয়া ‘পাগলা পাগলী’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে দারুণ সাড়া ফেলেছেন অলংকার। গানটি লিখেছেন রাসেল কবির। সুর করেছেন আকাশ মাহমুদ।

গানটি নিয়ে অলংকার চৌধুরী বলেন, “এর আগেও আমি মিউজিক ভিডিওতে অভিনয় করেছি। আমার প্রতিটি কাজের জন্যই বেশ ভালো সাড়া পেয়েছি। তবে ‘পাগলা পাগলী’ গানটির মিউজিক ভিডিও মডেল হয়ে অবিশ্বাস্য রকম সাড়া পাচ্ছি। এই গানের মিউজিক ভিডিওর শুটিংয়ের আগে আমরা রিহার্সেল করেছি। যে কারণে কাজটি বেশ মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি। ঠিকঠাক মতো করতে পেরেছিলাম বলেই গানটি প্রকাশের পর ভীষণ সাড়া পাচ্ছি। ধন্যবাদ এই মিউজিক ভিডিওর নির্মাতা নাজমুল ইভান ভাই’সহ তার পুরো টিমকে।”

এদিকে আগামী ঈদ উপলক্ষে অলংকার এরই মধ্যে বেশকিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছেন। যার মধ্যে বেশ কয়েকটি নাটকের কাজ সম্পন্নও করেছেন তিনি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত