Homeবিনোদনমুক্তি পেয়েছে জয়ার ‘জিম্মি’ | কালবেলা

মুক্তি পেয়েছে জয়ার ‘জিম্মি’ | কালবেলা


ঈদ উপলক্ষে অভিনেত্রী জয়া আহসানের ওয়েব সিরিজ জিম্মি মুক্তি পেয়েছে। ২৮ তারিখ রাতে হইচইতে মুক্তি পেয়েছে এটি। যেখানে জয়া ‘রুনা লায়লা’ চরিত্রে অভিনয় করেছেন।

৭ পর্বের ব্ল্যাক কমেডি জনরার সিরিজ ‘জিম্মি’ নির্মাণ করেছেন আশফাক নিপুণ।

এই সিরিজে জয়া আহসান সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে অভিনয় করেছেন। যে ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী ওই নারী একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়।

হঠাৎ পাওয়া এই টাকা নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে তার অভিনীত চরিত্রটি।

৭ পর্বের ব্ল্যাক কমেডি জনরার সিরিজ টি ওটিটিতে জয়ার প্রথম কাজ। এতে তিনি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিব্লু, মুনিরা বেগম মিমি, শাহাদত শিশিরসহ আরও অনেকে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত