Homeবিনোদনমুক্তি পাচ্ছে সানয়ার ‘মিসেস’ | কালবেলা

মুক্তি পাচ্ছে সানয়ার ‘মিসেস’ | কালবেলা


দীর্ঘ অপেক্ষার পর ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে সানয়া মালহোত্রা অভিনীত ‘মিসেস’ ড্রামা ফিল্মটি। এই চলচ্চিত্রটির মাধ্যমে নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘বেস্ট অ্যাকট্রেস অ্যাওয়ার্ড’ জিতেছেন এই সুন্দরী। ‘মিসেস’ ফিল্মটি মালয়ালম ড্রামা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’-এর অফিসিয়াল রিমেক, যা ইতিমধ্যে বেশ কয়েকটি পুরস্কার অনুষ্ঠানে প্রিমিয়ার হওয়ার পর এখন ওটিটিতে মুক্তির জন্য প্রস্তুত।

আগামী ৭ ফেব্রুয়ারি জি৫-এ মুক্তি পেতে চলেছে ‘মিসেস’। এটি পরিচালনা করেছেন আরতি কাদব। সানয়ার পাশাপাশি এতে অভিনয় করেছেন নিশান্ত দাহিয়া, শিয়া মহাজনসহ আরও অনেকে। এরই মধ্যে জি৫-এর ইউটিউব চ্যানেলের ট্রেলার মুক্তি পেয়েছে, যা দেখে দর্শকরা বেশ উচ্ছ্বসিত। ট্রেলারে দেখা যায়, রিচা একজন নৃত্যশিল্পী। যে নাচতে খুব ভালোবাসে। কিন্তু তার বিয়ে হয় একটি ঐতিহ্যবাহী পিতৃতান্ত্রিক পরিবারে। সেখানে অন্য সবার মতোই রিচাকে বাড়ির সব কাজ নিজ হাতে সামলাতে হয় সকাল থেকে রাত অবধি। কিন্তু পিতৃতান্ত্রিক পরিবারে একটাই সমস্যা যে, বাড়ির কর্তারা তাদের স্ত্রীর স্বপ্নের প্রতি উদাসীন থাকেন। আর এখান থেকেই শুরু হয় সমস্যা। রিচা তার ইচ্ছার কথা জানালে সেটা নাকচ করে দেন তার স্বামী। শুরু হয় রিচার ওপর মানসিক নির্যাতন। একপর্যায়ে রিচা তার পরিবার ছেড়ে দেন। পথচলা শুরু করেন তার স্বপ্নের পথে। একজন নৃত্য শিক্ষক হিসেবে তিনি শুরু করেন তার নতুন জীবন আর এভাবেই এগোতে থাকে এ ড্রামা ফিল্মটির কাহিনি।

এ ছবিটির মাধ্যমে নির্মাতা ‘রিচা’ চরিত্রের দ্বারা পিতৃতান্ত্রিক পরিবারের এক নির্মম চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

ড্রামা ফিল্মটি ওটিটিতে মুক্তি পাওয়ার আগে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এটি ২০২৩ সালে টালিন ব্ল্যাক নাইটস ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল এবং একই বছরের নভেম্বরে এর টিজার মুক্তি পায়। এ ছাড়া ২০২৪ সালের নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এটি ক্লোজিং ফিল্ম হিসেবে নির্বাচিত হয়, যেখানে পরিচালক আরতি কাদবও সেরা পরিচালক হিসেবে মনোনীত হন।

এদিকে ‘মিসেস’ ড্রামা ফিল্মটি সানয়া মালহোত্রার ক্যারিয়ারে বিশেষ মাইফলক হিসেবে চিহ্নিত হতে চলেছে বলে মনে করছেন সিনে-বিশ্লেষকরা।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত