Homeবিনোদনমুক্তি পাচ্ছে না ‘বিলডাকিনি’ | কালবেলা

মুক্তি পাচ্ছে না ‘বিলডাকিনি’ | কালবেলা


আগামীকাল শুক্রবার (২৪ জানুয়ারি) মুক্তি পাচ্ছে না সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘বিলডাকিনি’।

মোশাররফ করিম ও পার্নো মিত্র অভিনীত চলচ্চিত্রটি শুক্রবার মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। প্রচারণার মাঝপথেই হঠাৎ থমকে গেল এর মুক্তি।

তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা ফজলুল কবীর তুহিন। তিনি বলেন, ‘অনিবার্য কারণ বশত আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে পারছি না। দর্শকদের কাছে আমরা বিনীতভাবে ক্ষমাপ্রার্থী। তবে, আশা করছি আসন্ন কোনো একটি উৎসবকে কেন্দ্র করে উৎসবের সঙ্গেই মুক্তি পাবে ‘বিলডাকিনি’।

এর আগে গত ১০জানুয়ারি চলচ্চিত্রটির প্রথম পোস্টার উন্মোচন করেন চলচ্চিত্রটির অভিনেতা মোশাররফ করিম। নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনি অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ‘বিলডাকিনি’ ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেন। ছবির শ্যুটিং হয়েছে নওগাঁর প্রতিসর, নাটোর এবং বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত