Homeবিনোদনমুক্তি পাচ্ছে অনুদানের দুই সিনেমা

মুক্তি পাচ্ছে অনুদানের দুই সিনেমা


নতুন বছরের শুরু থেকেই দেশের হলে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। সেই ধারাবাহিকতায় আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনুদানের দুই সিনেমা। অনুদানের সাত বছর পর আলোর মুখ দেখছে ‘দায়মুক্তি’, অন্যদিকে বিভিন্ন উৎসবে প্রদর্শন ও কানাডায় মুক্তির পর দেশের হলে আসছে ‘বলী’।

দায়মুক্তি

বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে দায়মুক্তি। বানিয়েছেন বদিউল আলম খোকন। এতে জুটি হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুম্মি রহমান। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান। আরও আছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ। পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘জন্মদাতা মা-বাবার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা কী, সেই গল্পটাই তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি ভালো লাগবে সবার।’

২০১৭-১৮ সালের অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘দায়মুক্তি’। অবশেষে সাত বছর পর আজ দায়মুক্তির মুক্তি হচ্ছে। সিনেমাটির সহপ্রযোজক জসিম উদ্দিন।

বলী

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার প্রেক্ষাপটে নির্মিত হয়েছে বলী (দ্য রেসলার)। বানিয়েছেন ইকবাল হোসাইন চৌধুরী। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পায় বলী। বলীর প্রযোজক পিপলু আর খান, সহপ্রযোজক সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন।

বলী সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপারের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা যাবে তাঁকে, যে অংশ নেয় ঐতিহ্যবাহী বলী খেলায়। আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম প্রমুখ।

নির্মাণের পর বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় বলী। ২০২৩ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে পুরস্কার জিতেছিল সিনেমাটি। উৎসবের নিউ কারেন্টস বিভাগে সেরা হয়েছিল। এরপর গত বছর সেপ্টেম্বরে কানাডায় মুক্তি পায় বলী। এবার দেশের দর্শকের দেখার পালা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত