Homeবিনোদনমুক্তির আগেই ‘অ্যাভাটার-থ্রি’ দেখে ৪ ঘণ্টা কেঁদেছেন জেমস ক্যামেরনের স্ত্রী

মুক্তির আগেই ‘অ্যাভাটার-থ্রি’ দেখে ৪ ঘণ্টা কেঁদেছেন জেমস ক্যামেরনের স্ত্রী


জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ১৯ ডিসেম্বর। ক্যামেরন তাঁর ভক্তদের জানিয়েছেন, অ্যাভাটার সিরিজের এই সিনেমাটি হবে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ এবং আবেগঘন।

সম্প্রতি এম্পায়ার ম্যাগাজিনে প্রকাশিত একাধিক প্রতিবেদনে ৭০ বছর বয়সী ক্যামেরন উল্লেখ করেছেন, অ্যাভাটার-এর তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমাটি দ্বিতীয় কিস্তির চেয়েও দীর্ঘ হবে। ২০২২ সালে মুক্তি পাওয়া অ্যাভাটার সিরিজের দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমাটির দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ১২ মিনিট।

পরবর্তী চলচ্চিত্রটির দীর্ঘ সময়ের কথা ছাড়াও ক্যামেরন জানান, তাঁর স্ত্রী সুজি অ্যামিস সিনেমাটি প্রথমবার দেখার পর গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন। ক্যামেরন বলেন, ‘সে ৪ ঘণ্টা ধরে কেঁদেছে!’

সুজির প্রতিক্রিয়া নিয়ে ক্যামেরন আরও বলেন, ‘সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল, যেন তাঁর প্রতিক্রিয়াগুলো আমাকে জানাতে পারে। কিন্তু বারবার কান্নায় ভেঙে পড়ছিল। শেষ পর্যন্ত আমি বললাম—হানি, আমি ঘুমাতে যাচ্ছি। পরে কথা বলব।’

ক্যামেরন ও সুজির প্রথম দেখা হয়েছিল ১৯৯৭ সালের ‘টাইটানিক’ সিনেমার সেটে। এই সিনেমায় লিজি ক্যালভার্ট চরিত্রে অভিনয় করেছিলেন সুজি। সেই সময়টিতে জেমস ক্যামেরন অবশ্য লিন্ডা হ্যামিলটনের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে তাঁরা ১৯৯৭ সালে বিয়ে করলেও বিচ্ছেদ ঘটে ১৯৯৯ সালে। এরপর ক্যামেরন ও সুজি ২০০০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের তিন সন্তান—ক্লেয়ার, কুইন ও এলিজাবেথ।

সুজির চলচ্চিত্র রুচি সম্পর্কে ক্যামেরন বলেছেন, ‘সে খুব ভালো সমালোচক। সে টাইটানিক, অ্যাভাটার এবং অ্যাভাটার ২-এর সঠিক মূল্যায়ন করেছিল। তাই আমি তাঁর হৃদয়ের অনুভূতিকে বিশ্বাস করি।’

ক্যামেরনের কাছে ইতিমধ্যে অ্যাভাটার ৪ ও অ্যাভাটার ৫-এর পরিকল্পনাও রয়েছে। বর্তমানে তিনি চিত্রনাট্যকার রিক জাফা, আমান্ডা সিলভার, জোশ ফ্রিডম্যান ও শেন সালের্নোর সঙ্গে কাজ করছেন।

পরিকল্পনা অনুযায়ী, অ্যাভাটার সিরিজের চতুর্থ কিস্তি মুক্তি পাবে ২০২৯ সালের ডিসেম্বরে। আর অ্যাভাটার-৫ মুক্তি পাবে ২০৩১ সালের ডিসেম্বরে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত