দেশের জনপ্রিয় একজন অভিনেতা ও মডেল মুকিত জাকারিয়া। পর্দায় তার ব্যতিক্রমধর্মী উপস্থিতি নজর কাড়ে সবার। মন ভরে দর্শক উপভোগ করে তার সংলাপ। নাটক-বিজ্ঞাপনে নিয়মিতই দেখা যায় তাকে। মাসের ৩০ দিনই শুটিং ফ্লোরে সময় কাটে তার। তাইতো দিনের বড় একটি সময় পার করেন সেটেই। এবার দাবি তুললেন স্বাস্থ্যসম্মত শুটিং হাউসের, যা নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেন তিনি।
মুকিত জানান, এ দেশের নাটক ইন্ডাস্ট্রি এখন অনেক সামনে এগিয়েছে। দেশ ও দেশের বাইরে বেড়েছে দর্শক। তাইতো নির্মাণে আরও উন্নতি করতে হবে, যা নিয়ে তিনি বলেন, ‘আমাদের নাটক এখন শুধু দেশের দর্শকই দেখছে না, দেশের বাইরেও নানা ভাষার দর্শক রয়েছে, যা আমাদের কাজের প্রতি আরও আগ্রহ বাড়িয়ে দিচ্ছে। তবে আমাদের নির্মাণে আরও মনোযোগী হতে হবে। ভালো ভালো গল্প নিয়ে কাজ করতে হবে। ভাইরাল এবং ভিউ পেতে সস্তা কাজ বর্জন করতে হবে। তাহলে আমাদের নাটক ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাবে।’
এরপরই কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলেন মুকিত জাকারিয়া। বলেন, ‘আমাদের দেশের নাটক ইন্ডাস্ট্রি সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে। তবে আমাদের প্রেক্ষাপটের উন্নতি হচ্ছে না। আমাদের শুটিং সেটে পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকে না। যেমন নারী অভিনেত্রীদের জন্য ওয়াশরুমের একটা বড় সমস্যা এবং আমাদের জন্যও থাকে না বিশ্রামের তেমন ভালো ব্যবস্থা। সবকিছু মিলিয়ে আমার চাওয়া স্বাস্থ্যসম্মত শুটিং হাউস। কারণ দিনের বড় একটি সময় আমার এখানেই থাকতে হয়। তাই কাজের পরিবেশ ভালো না হলে তার প্রভাব অভিনয়ে দেখা যায়।’
মুকিত জাকারিয়াকে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের মিসকল মফিজ বিজ্ঞাপনে প্রথম মডেল হিসেবে কাজ করতে দেখা যায়। এরপর থেকে আজ অবধি তাকে ১০০-এর কাছাকাছি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে। তার ভাষ্যমতে, প্রায় প্রতিটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে তিনি অভূতপূর্ব সাড়া পেয়েছেন। নাটকেও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা।