চিত্রনায়িকা শিরিন শিলা। মাঝেমধ্যে গল্প এবং চরিত্র ভালো লাগলে মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেন তিনি। অভিনয় জীবনের শুরুর দিকে দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের ‘ও কন্যারে’ গানে মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া ফেলেছিলেন তিনি। এরপর এই শিল্পীর ‘আমার হবিরে তুই’ ও জুবিন গার্গের ‘সদরঘাট’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েও দর্শকের মধ্যে সাড়া ফেলেছিলেন।
এবার শিরিন শিলাকে দেখা গেল ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’ শিরোনামের গানের মডেল হিসেবে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সেলিম রেজা। গানটি গেয়েছেন সৈয়দ অমি ও রিমি। গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর, গানটি কম্পোজ করেছেন সৈয়দ অমি, মিউজিক করেছেন এএন ফরহাদ। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘মিউজিক ভিডিওতে আমি খুব কমই কাজ করি। হিসেবে করে দেখা হলে দেখা যাবে যে, আসিফ ভাইয়ের দুটি গানে এবং জুবিন গার্গের একটি গানে মডেল হিসেবে কাজ করেছি। প্রতিটি গানই কিন্তু শ্রোতা-দর্শকের মধ্যে যেমন বেশ সাড়া ফেলেছে, ঠিক তেমনি মিউজিক ভিডিও বেশ ভালোভাবে দর্শক গ্রহণ করেছে। এই গানটা যেমন সিনেমার ঘরানার একটি গান অর্থাৎ শুনলেই মনে হবে যে একটি প্লে-ব্যাক সং; ঠিক তেমনি গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে সিনেমার গানের আদলেই। গানটির মিউজিক ভিডিওতে কোরিওগ্রাফি করেছেন হাবিব ভাই।
অমি-রিমির এই গানে শ্রোতা-দর্শক মুগ্ধ হোক, আমার পারফর্ম্যান্সেও মুগ্ধ হোক এমনটাই প্রত্যাশা।’
এদিকে শিরিন শিলা শিগগির সরকারি অনুদানে নতুন একটি সিনেমার কাজও শুরু করতে যাচ্ছেন।