Homeবিনোদনমা হলেন আথিয়া শেঠি | কালবেলা

মা হলেন আথিয়া শেঠি | কালবেলা


গত বছরের নভেম্বরে আথিয়া শেঠি যখন একটি নোট শেয়ার করে তার গর্ভাবস্থার ঘোষণা দেন, তখন তার ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। সে সময় অভিনেত্রী বেবি বাম্প নিয়ে স্বামী কে এল রাহুলের সঙ্গে বেশকিছু ছবি শেয়ার করেন। যেখানে তাদের সুন্দর মুহূর্ত কাটাতে দেখা যায়। অবশেষে অপেক্ষার প্রহর শেষে কন্যাসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি। খবর: পিঙ্কভিলা

মঙ্গলবার (২৪ মার্চ) অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে ভক্তদেরকে এই খুশির সংবাদ জানান ।

সেই পোস্টটিতে অভিনেত্রী লিখেছেন, এক কন্যাসন্তানের আশীর্বাদপ্রাপ্ত হয়েছি। ২৪.০৩.২০২৫ আথিয়া ও রাহুল।
এই পোস্টটি শেয়ার করার পরপরই ভক্তরা মন্তব্যের ঝড় তোলেন এবং ভালোবাসায় ভরিয়ে দেন। কেউ কেউ একে সবচেয়ে ভালো খবর বলেছেন, আবার কেউ আনন্দের ইমোজি পোস্ট করেছেন মন্তব্যের ঘরে।
এক ভক্ত মন্তব্যের ঘরে লিখেছেন, অভিনন্দন এবং আপনার আদরের ছোট্ট পরীর জন্য ভালোবাসা ও আশীর্বাদ।
আরেকজন ভক্ত লিখেছেন, আমাদের নতুন বাবা-মাকে অভিনন্দন। আপনার ছোট্ট পরীর জন্য অনেক অনেক ভালোবাসা পাঠালাম।

তাদের কন্যাসন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের পাশাপাশি সেলিব্রিটিদের পক্ষ থেকেও ভালোবাসা এবং অভিনন্দনের ঢল নামে। কিয়ারা আদভানি, শানায়া কাপুর এবং মীরা কাপুর ভালোবাসার ইমোজি দিয়ে তাদের আনন্দ প্রকাশ করেছেন। অন্যদিকে অর্জুন কাপুর মজার ছলে একটি বার্তা শেয়ার করে লিখেছেন, এসে গেছে, অভিনন্দন তোমাদের।

অভিনেত্রীদের মধ্যে অদিতি রাও হায়দারি, বাণী কাপুর, পরিণীতি চোপড়া, টাইগার শ্রফ, ভূমি পেড়নেকর, কল্যাণী প্রিয়দর্শন, কৃতি শ্যানন, মালাইকা অরোরা, ম্রুনাল ঠাকুর এবং ঈশা গুপ্তাও নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া বলিউডে তার অভিনয় জীবন শুরু করেন ‘হিরো’ সিনেমার মাধ্যমে। পরে মুবারাকান ও মতিচুর চাকনাচুর ছবিতেও অভিনয় করেন তিনি যা দর্শক মহলে বেশ প্রশংসিত। আথিয়া শেঠি ও কে এল রাহুল দম্পতি ২০২৩ সালের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত