Homeবিনোদনমা হওয়ার দুই মাস পরেই কাজে ফিরলেন কোয়েল

মা হওয়ার দুই মাস পরেই কাজে ফিরলেন কোয়েল


গত ডিসেম্বরে কন্যাসন্তানের মা হয়েছেন কোয়েল। দ্বিতীয় সন্তানের মা হওয়ার দুই মাসের মধ্যেই কাজে ফিরলেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। গত বৃহস্পতিবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ড্যান্স পারফরম্যান্সের শুটিং করেন তিনি।

প্রথম সন্তান জন্মের পর নিয়মিত যোগাসন, নাচ, পিলাটেস করে নিজেকে ফিট রেখেছিলেন কোয়েল মল্লিক। সেবারেও দ্রুত ফিরেছিলেন কাজে। দ্বিতীয় সন্তান জন্মের পরেও একইভাবে নিয়মিত শরীরচর্চা, মেডিটেশনের মাধ্যমে নিজেকে দ্রুত ফিট করে তুলেছেন তিনি। কোয়েল বলেন, ‘নিয়মানুবর্তিতার মধ্যে থাকা আমার ছোটবেলার অভ্যাস। কাজে ফেরার পাশাপাশি সন্তানদের জন্যও আমাকে ফিট থাকতে হবে। তাই চিকিৎসকের পরামর্শে সন্তান জন্মের পর থেকে এক্সারসাইজ শুরু করেছিলাম। এবার ড্যান্স পারফর্ম করলাম।’

নিজের পারফরম্যান্স নিয়ে কোয়েল বলেন, ‘ছোট পর্দার বিভিন্ন ধারাবাহিকের ১০ জন অভিনেতার সঙ্গে পারফর্ম করলাম। দারুণ অভিজ্ঞতা। শেষবার পারফর্ম করেছিলাম অন্তঃসত্ত্বা হওয়ার আগে।’

মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে কোয়েল শেষ করেছেন তিনটি সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় আছে ‘সোনার কেল্লায় যকের ধন’, ‘স্বার্থপর’, ‘একটি খুনির সন্ধানে মিতিন’ সিনেমাগুলো। সায়ন্তন ঘোষালের সোনার কেল্লায় যকের ধন সিনেমায় কোয়েলের সঙ্গে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এদিকে অরিন্দম শীলের পরিচালনায় ‘একটি খুনির সন্ধানে মিতিন’ সিনেমা দিয়ে দুই বছর পর মিতিন মাসি হয়ে ফিরছেন কোয়েল। আর স্বার্থপর সিনেমায় দীর্ঘদিন পর বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কোয়েল। পারিবারিক গল্পের সিনেমাটি পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু। এ ছাড়া নতুন কয়েকটি সিনেমা নিয়েও কথা হচ্ছে অভিনেত্রীর। আপাতত চিত্রনাট্য বাছাইয়ের কাজে সময় দিচ্ছেন। গল্প পছন্দ হলেই নতুন কাজের সঙ্গে যুক্ত হবেন বলে জানান কোয়েল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত