Homeবিনোদনমার্ফির আরও একটি মাস্টারপিস | কালবেলা

মার্ফির আরও একটি মাস্টারপিস | কালবেলা


আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফি। অভিনয়ে তিনি যেন এক উজ্জ্বল নক্ষত্র। যে পৃথিবীতে এসেছেন অভিনয়ে শুধু সফলতার আলো ছড়াতে। এরই ধারাবাহিকতায় কাজ করেছেন একেকটি মাস্টারপিস চরিত্রে। যার মধ্যে রয়েছে গ্যাং লিডার ‘টমি শেলবি’, ‘রবার্ট ফিশার’, ‘রবার্ট ক্যাপা’ ও বিজ্ঞানী জে রবার্ট ওপেহাইমারের মতো চরিত্র। এবার আরও একটি মাস্টারপিস চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমার নাম ‘স্মল থিংস লাইক দিজ’। এটি পরিচালনা করেছেন টিম মিলেন্টস।

এ সিনেমায় মার্ফি আশির দশকে আয়ারল্যান্ডের ছোট্ট একটি শহরের একজন ছোটখাটো কয়লা ব্যবসায়ী বিল ফারলংয়ের ভূমিকায় অভিনয় করেছেন। যে একেবারে স্বল্পভাষী একজন মানুষ। সিনেমার গল্পে উঠে এসেছে আয়ারল্যান্ডের ক্যাথলিক গির্জা পরিচালিত এক আশ্রয়কেন্দ্রের তরুণীদের দুর্দশার কাহিনি।

বিল ফারলংয়ের ভূমিকায় অভিনয় করে মার্ফি ইতোমধ্যে প্রশংসিত হয়েছেন। কারণ, যুক্তরাষ্ট্রে ‘স্মল থিংস লাইক দিজ’ মুক্তি পাওয়ার আগে ১ নভেম্বর আয়ারল্যান্ড-যুক্তরাজ্যে মুক্তি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে এটি মুক্তি পাবে ১৫ নভেম্বর। এর আগে এ বছর বার্লিন চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রশংসিত হয়। সেখানে মার্ফির অভিনয়ের প্রশংসা করেন অনেক সমালোচকও।

কিলিয়ান মার্ফি ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন, আইলিন ওয়ালশ, মিশেল ফেয়ারলি, ক্লেয়ার ডান, হেলেন বেহান ও এমিলি ওয়াটসন।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত