Homeবিনোদনমারা গেছেন বলিউড অভিনেতা মনোজ কুমার

মারা গেছেন বলিউড অভিনেতা মনোজ কুমার


চলে গেলেন বলিউড অভিনেতা মনোজ কুমার। আজ শুক্রবার মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন বর্ষীয়ান এই অভিনেতা। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন মনোজ কুমার।

গত ফেব্রুয়ারি মাস থেকে হাসপাতালে ভর্তি ছিলেন মনোজ কুমার। সেখানেই তাঁর মৃত্যু হয়। হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। এ ছাড়া লিভার সিরোসিস ছিল তাঁর। অভিনেতার মৃত্যুর সময় পাশে ছিলেন ছেলে কুণাল। বাবার মৃত্যুর খবর জানিয়ে সংবাদমাধ্যমকে কুণাল জানান, ভোর তিনটায় মনোজ কুমারের মৃত্যু হয়। আগামীকাল শনিবার সকালে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার।

মনোজ কুমারের মৃত্যুর খবর শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। অভিনেতা অক্ষয় কুমার থেকে শুরু করে পরিচালক করণ জোহর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রয়াত অভিনেতাকে জানিয়েছেন শ্রদ্ধাঞ্জলি। শোকবার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে ‘ফ্যাশন’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় মনোজ কুমারের। এরপর ১৯৬১ সালে ‘কাচ কি গুড়িয়া’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। এরপর আর তাঁকে পেছন ফিরে তাকাতে হয়নি। ‘পূরব ওর পশ্চিম’, ‘ক্রান্তি’র মতো দেশাত্মবোধক সিনেমা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন মনোজ কুমার। পেয়েছেন ফিল্মফেয়ার সহ একাধিক পুরস্কার। ১৯৯২ সালে সম্মানিত হন পদ্মশ্রী সম্মানে। দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য ‘ভারত কুমার’ নামেও পরিচিত ছিলেন মনোজ কুমার।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত