Homeবিনোদনমাছরাঙায় শুরু হচ্ছে ‘সেরা রাঁধুনী সিজন ৮’

মাছরাঙায় শুরু হচ্ছে ‘সেরা রাঁধুনী সিজন ৮’


আজ মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী সিজন ৮’। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সারা দেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড ‘রাঁধুনী’। প্রতিযোগীদের রান্নায় পারদর্শিতা যাচাইয়ের পাশাপাশি রান্না পরিবেশনা, নিজেকে উপস্থাপন, বাচনভঙ্গি, ব্যক্তিত্ব, বিক্রয় দক্ষতা, নেতৃত্বগুণসহ নানা বিষয় বিবেচনায় নির্বাচিত হবেন সেরা রাঁধুনী সিজন ৮। পুরস্কার হিসেবে তিনি পাবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ টাকা। বিচারকের আসনে থাকবেন নাঈম আশরাফ, রাহিমা সুলতানা রীতা এবং চিত্রনায়িকা পূর্ণিমা। উপস্থাপনায় মৌসুমী মৌ, প্রযোজনা অজয় পোদ্দার।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত