Homeবিনোদনমাওরার শ্বশুরবাড়ি দখল | কালবেলা

মাওরার শ্বশুরবাড়ি দখল | কালবেলা


একসময় ‘সানাম তেরি কসম’ সিনেমা দিয়ে বলিউড মাতানো পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাওরা হোসেন এবার আলোচনায় এসেছেন এক ভিন্ন কারণে। পর্দার রঙিন জীবন পেরিয়ে এবার বাস্তব জীবনে শুরু করলেন ভালোবাসার নতুন যাত্রা। সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন তিনি এবং নতুন জীবনের স্বপ্ন নিয়ে এবার পা রেখেছেন স্বামীর ঘরে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে দেখিয়েছেন তার স্বামীর বাসার প্রতিটি কোণের ঝলক।

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি লাহোর ফোর্টে অভিনেতা আমির গিলানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই সুন্দরী। বিয়ের পর বর্তমানে মাওরা হানিমুন পিরিয়ড উপভোগ করছেন স্বামী অভিনেতা আমির গিলানির সঙ্গে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ঠিকানার ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘প্রতিবার যখন আমি নতুন একটা বাড়ি কিনেছি, তখন আমার মা বলতেন, ‘আল্লাহ সেখানে থাকার নসিব দান করুক।’ আজ আমি সত্যিই বুঝতে পারলাম, এর মানে কী। একজন মানুষ কতদিন একটা জায়গায় থাকতে পারবে, সেটা সত্যিই কপালে লেখা থাকে।’

তিনি আরও লেখেন, আজ আমি আমার সব পছন্দের জিনিসপত্র আমার শ্বশুরবাড়ি সরিয়ে নিয়ে এলাম। এটা করতে আমার অনেক সময় লেগেছে। কিন্তু এটা ছিল এক অদ্ভুত মিষ্টি-কষ্টের অনুভূতি। আমি আমার স্বামীর বাড়িটাকে খুব ভালোবাসি, এবং সেখানে যেতে আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম। তবে যতটা সহজেই এটা ঘটেছে, সব কৃতিত্ব আমার অসাধারণ শ্বশুরবাড়ির প্রত্যেক মানুষের।

মাওরা আরও লিখেছেন, তবে আমি নিজের জন্য সময় নিয়েছিলাম, এ দিনের অনুভূতিটাকে নিজের মধ্যে নেওয়ার জন্য। নিজের বাসা ছেড়ে নতুন একটা জায়গাকে ‘নিজের বাড়ি’ বলা কখনোই সহজ নয়। ধীরে ধীরে, এটা আমার নিজের জায়গা মনে হতে শুরু করেছে। এখন আমি আমার প্রিয় জিনিসগুলো একে একে নিয়ে যাচ্ছি এবং ওর পুরো জায়গাটাকেই যেন আমি দখল করে নিচ্ছি।

মাওরা ও আমির একসঙ্গে ‘সাবাত’ (২০২০) এবং ‘নিম’ (২০২৩) নাটকে অভিনয় করেছেন, যেখানে তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা পায়। সে সময়ই তারা সম্পর্কে জড়ান। প্রেমের সম্পর্কে থাকলেও এ বিষয়টি ব্যক্তিগত রাখেন তারা এবং বিয়ের মাধ্যমে তারা তা প্রকাশ্যে আনেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত