Homeবিনোদনমহারানী নিয়ে ফিরছেন হুমা কুরেশি

মহারানী নিয়ে ফিরছেন হুমা কুরেশি


২০২১ সালে মুক্তিপ্রাপ্ত পলিটিক্যাল ড্রামা সিরিজ ‘মহারানীর’ চতুর্থ সিজনের মধ্য দিয়ে আবারও পর্দায় ফিরতে চলেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে শুটিং সেট থেকে বিহাইন্ড দ্য সিনের একটি ছবি প্রকাশ করেছেন এ সুন্দরী, যা দেখে তার ভক্তরা বেশ উচ্ছ্বসিত। ছবিতে দেখা যাচ্ছে, তিনি একজন ক্রু সদস্যের সঙ্গে হাঁটছেন, যিনি তার মাথার ওপর ছাতা ধরে আছেন। হুমা কালো টি-শার্ট পরিহিত, যার পেছনে লেখা রয়েছে কুইন ইজ ব্যাক।

এ পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এবার সময় এসে গেছে সিজন ৪-এর!!! টিম মহারানী আবার ফিরে এসেছে। আমার এ ছবিটি তুলেছেন আমার প্রযোজক সাহিবা।’ তিনি আরও লিখেছেন, ‘প্রিয় দর্শক, আপনাদের অফুরন্ত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এ ভালোবাসা আরও উচ্চতায় এগিয়ে যাক।’

মহারানী সিরিজটি ২০২১ সালে সনি লাইভে মুক্তি পায়। যেখানে মূলত রানি ভারতির গল্প বলছে। যেখানে তিনি একজন নিরক্ষর গৃহবধূ, তার স্বামী ভীমা (সোহম শাহ অভিনীত) একটি দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি হঠাৎ করেই বিহারের মুখ্যমন্ত্রী হয়ে যান। যখন রাজনীতির কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও, স্বামী তাকেই উত্তরসূরি হিসেবে বেছে নেন, যা তার জীবনে এক বিশাল পরিবর্তন নিয়ে আসে।

সিরিজটিতে রানির রাজনৈতিক লড়াই, দুর্নীতি, ষড়যন্ত্র এবং ব্যক্তিগত সংগ্রামের গল্পকে অনুসরণ করতে দেখা যায়। এ সিরিজটি মূলত ১৯৯০-এর দশকের বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত। যখন লালু প্রসাদ যাদব তার স্ত্রী রাবড়ি দেবীকে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছিলেন।

২০২১ সালে মুক্তির পর থেকেই ‘মহারানী’ দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে মূলত এর টানটান গল্প ও শক্তিশালী অভিনয়ের কারণে। সুবাস কাপুরের পরিচালনায় নির্মিত এ সিরিজে হুমার পাশাপাশি অভিনয় করেছেন উদয় অ্যাট্রোলিয়া, সোহম শাহ, কানি কুসরুতিসহ আরও অনেকে।

হুমা কুরেশিকে সবশেষ দেখা যায় ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘টার্লা’ সিনেমায়। ছবিটি পরিচালনা করেন পীযূষ গুপ্ত এবং হুমার পাশাপাশি অভিনয় করেছেন হার্দিক ঠক্কর, কুকুল টারমাস্টারসহ আরও অনেকে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত