Homeবিনোদনমহাকাশপ্রেমীদের জন্য আসছে ‘এলিও’ | কালবেলা

মহাকাশপ্রেমীদের জন্য আসছে ‘এলিও’ | কালবেলা


হৃদয়ছোঁয়া গল্প ও বৈচিত্র্যময় চরিত্রে ভরপুর এক অনন্য অভিজ্ঞতা নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অ্যানিমেশন মুভি ‘এলিও’। মহাকাশপ্রেমী এক ছেলের বিস্ময়কর অভিযানের গল্প নিয়ে নির্মিত এই ছবি দর্শকদের নিয়ে যাবে এক অভূতপূর্ব কল্পজগতের সফরে।

পরিচালক আদ্রিয়ান মোলিনা, ম্যাডেলিন শরাফিয়ান ও ডোমি শির পরিচালনায় নির্মিত এ ছবির অফিসিয়াল টিজার এরই মধ্যে প্রকাশিত হয়েছে, যা দেখে বেশ উচ্ছ্বসিত অ্যানিমেশনপ্রেমীরা।

সিনেমাটির গল্প এলিও নামের এক কিশোরকে ঘিরে। যার কল্পনার জগৎ সবসময় ঘুরপাক খায় মহাকাশ নিয়ে। ঘটনাক্রমে একসময় এলিও নিজেকে আবিষ্কার করে মহাজাগতিক এক বিপদের মাঝে, যেখানে তাকে মুখোমুখি হতে হয় ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে। এরপর এলিওকে দেখা যায় তাদের সঙ্গে বন্ধুত্ব গড়তে এবং একটি আন্তগ্যালাকটিক সংকটের মোকাবিলায় নেতৃত্ব দিতে। এভাবেই এগোতে থাকে সিনেমাটির কাহিনি। ‘এলিও’ শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনি নয়, এতে রয়েছে পারিবারিক আবেগ, বন্ধুত্ব এবং নিজেকে খুঁজে পাওয়ার এক অনন্য গল্প। অ্যানিমেশনপ্রেমীদের জন্য এ ছবিটি হতে পারে ব্যতিক্রমী এক অভিজ্ঞতা।

এ চলচ্চিত্রে কণ্ঠাভিনয় করেছেন ইয়োনাস কিব্রেব, জোয়ি সালদানা, ব্র্যাড গ্যারেটসহ আরও অনেকে। ছবিটি চলতি বছর ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত