Homeবিনোদনমত পাল্টালেন বাপ্পা মজুমদার

মত পাল্টালেন বাপ্পা মজুমদার


সংগীত সম্পর্কিত নানা বিষয়ে নিজের বক্তব্য ও মতামত সবার সঙ্গে শেয়ার করার উদ্দেশে মিউজিক্যাল মাইন্ডস নামের একটি ফেসবুক পেজ খুলেছিলেন সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। গান, মিউজিক, কম্পোজিশন, মিউজিক্যাল টিপস ছাড়াও সংগীতের নানা বিষয় নিয়ে এ পেজে কথা বলেন তিনি। ২০ জানুয়ারি বাপ্পা মজুমদার জানান, সময় এসেছে মিউজিক্যাল মাইন্ডস নামের পেজটি বন্ধ করে দেওয়ার। এক দিনের মাথায় মত পাল্টালেন বাপ্পা। নিজের সিদ্ধান্ত থেকে সরে এসে জানালেন, বন্ধ হচ্ছে না মিউজিক্যাল মাইন্ডস।

এ বিষয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘মিউজিক্যাল মাইন্ডস পেজ বন্ধের পোস্টটি হুট করে দিইনি। একটি ভিডিও করা যেমন শ্রমের, তেমনি সময়সাপেক্ষ ব্যাপার। এটা নিয়ে অনেক হোমওয়ার্ক করতে হয়। আমি কী নিয়ে কথা বলব সেটা নিয়ে ভাবতে হয়। রিসার্চ করতে হয়। কোনো ভুল কিছু বলছি কি না সেটা নিশ্চিত করতে হয়। আমার মূল কাজ গান করা, গান বানানো। সেই কাজ বাদ দিয়ে যখন ভিডিও তৈরি করি, তখন আমার ভেতরে একধরনের চাওয়া তৈরি হয়। সেই চাওয়াটা হলো ভিডিওগুলো সবাই দেখবে। এবং এই ভিডিওগুলোতে সবার অংশগ্রহণ থাকবে, আলোচনা হবে, যেন বিষয়টি সম্পর্কে আরও অনেক মানুষ জানতে পারে। কিন্তু তা হচ্ছিল না। তাই মন খারাপ হয়েছিল। বন্ধের ঘোষণা দেওয়ার পর অনেকেই অনুরোধ করেছেন পেজটি বন্ধ না করার জন্য। তাই আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। তবে বেশি ভিডিও দেওয়াটা কঠিন হবে। চেষ্টা করব যতটুকু দেওয়া যায়। যাঁরা আমাকে মেসেজ দিয়েছেন, সাহস দিয়েছেন তাঁদের ধন্যবাদ।’

মিউজিক্যাল মাইন্ডস নিয়ে বাপ্পা বলেন, ‘মিউজিক নিয়ে সবার সঙ্গে কথা বলার জন্যই পেজটি শুরু করা। যার মধ্যে টেকনিক্যাল বিষয় আছে, রয়েছে গানের কম্পোজিশনসহ খুঁটিনাটি নানা বিষয়। আমি চাই, যাঁরা সংগীত নিয়ে কাজ করছেন তাঁরাও এগিয়ে আসুন, নতুন প্রজন্মের সঙ্গে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত