Homeবিনোদনভালোবাসা দিবসে সালমার গান

ভালোবাসা দিবসে সালমার গান


Ajker Patrika

ভালোবাসা দিবসে সালমার গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৫৫

Photo

সালমা; ছবি: সংগৃহীত

সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী আগুনের সঙ্গে একটি গান গেয়েছেন সালমা। ‘আমি তোমারে হারালে মরিবো’ শিরোনামের গানটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এম মুকুলের সংগীতায়োজনে এবং এ আর রাজের লেখা ও সুর করা গানটি পছন্দ করছেন শ্রোতারা। আগুনের সঙ্গে গানটি গেয়ে সালমাও ভীষণ উচ্ছ্বসিত। এবার আরও এক নতুন গানের খবর জানালেন সালমা। গানের শিরোনাম ‘জাদুরে মধুরে’।

জাদুরে মধুরে গানটির কথা লিখেছেন আশিক মাহমুদ, সুর ও সংগীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ। এতে সালমার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন আকাশ মাহমুদ। গানের কথা ও সুর মুগ্ধ করেছে সালমাকে। গানটি নিয়ে তাই ভীষণ প্রত্যাশা তাঁর।

ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, ‘শ্রদ্ধেয় আগুন ভাইয়ের সঙ্গে প্রকাশিত গানটির জন্য বেশ সাড়া পাচ্ছি। এ আর রাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এমন চমৎকার একটি গান করার জন্য। গানটির প্রতি শ্রোতা-দর্শকের আগ্রহ ক্রমেই বাড়ছে। এ ছাড়া, আশিক মাহমুদের লেখা এবং আকাশ মাহমুদের সুর ও সংগীতে জাদুরে মধুরে গানটি নিয়েও আমি ভীষণ আশাবাদী। কারণ গানের কথা ও সুর আমার কাছে সত্যিই অন্য রকম লেগেছে। গানটি ভালোবাসা দিবসে ইউটিউবে প্রকাশিত হবে।’

সালমা জানিয়েছেন, নতুন আরও চারটি গানের ভয়েস রেকর্ডিং ও মিউজিক ভিডিওর কাজ করছেন তিনি। এরই মধ্যে ১৯ ফেব্রুয়ারি মাদারীপুর, ২০ ফেব্রুয়ারি গাজীপুর, ২২ ফেব্রুয়ারি হবিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ ও ২৬ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে স্টেজ শোতে গাইবেন সালমা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত