Homeবিনোদনভালোবাসা দিবসে ফিরছেন ইয়ামি | কালবেলা

ভালোবাসা দিবসে ফিরছেন ইয়ামি | কালবেলা


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম। রূপের মায়া ও অভিনয় দক্ষতা দিয়ে এ সুন্দরী জয় করে নিয়েছেন অসংখ্য ভক্তের হৃদয়। কয়েক মাস আগে ছেলে সন্তানের মা হয়েছেন এ নায়িকা। একরত্তি ছেলেকে নিয়ে ব্যস্ততা তাকে অভিনয় থেকে দূরে ঠেলে দেয়। অভিনয়ের প্রতি ভালোবাসা তার সব ব্যস্ততাকে হার মানিয়ে দিয়েছে। তাইতো ২০২৫ সালের ভালোবাসা দিবসে নতুন সিনেমা নিয়ে আবারও পর্দায় ফিরছেন এ অভিনেত্রী।

চলতি বছর ১৪ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ইয়ামি অভিনীত অ্যাকশন-কমেডি সিনেমা ‘ধুম ধাম’। পরিচালনা করেছেন ঋষভ শেঠ। তার পাশাপাশি এ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন প্রতীক গান্ধী, এজাজ খানসহ আরও অনেকে। এরই মধ্যে নেটফ্লিক্সে সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে, যা দেখে রীতিমতো মুগ্ধ দর্শকমহল, প্রশংসায় ভাসছেন কলাকুশলীরা। মুক্তিপ্রাপ্ত টিজারটিতে দেখা যায়, একজন নবদম্পতি ফুলশয্যার রাতে একে অন্যের পাশে বসে রয়েছেন। দুজনই ভীষণ লাজুক। তবে হঠাৎ করেই দরজায় ধাক্কা দেয় অপরিচিত এক ব্যক্তি। তারপর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা। এরপর একাধিক লোক ঢুকে পড়ে ওই ফুলশয্যার ঘরে।

এখান থেকে শুরু হয় গল্পের আসল টুইস্ট। যেখানে অন্যান্য সিনেমায় দেখানো হয়, স্ত্রীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে স্বামী, সেখানে এই গল্পে রয়েছে আরও মজা। বন্দুক হাতে স্বামীকে বাঁচাতে আততায়ীদের ওপর ঝাঁপিয়ে পড়েন ইয়ামি। স্ত্রীর হাতে বন্দুক দেখে রীতিমতো হতবাক হয়ে যান স্বামী। আর এভাবেই এগোতে থাকবে সিনেমার কাহিনি।

মাতৃত্বকালীন বিরতির পর এমন অ্যাকশন-কমেডি সিনেমার মাধ্যমে ইয়ামির ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন সিনে-বিশ্লেষকরা। চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকমহলে দারুণ সাড়া ফেলবে বলেও আশা করছেন তারা।

ইয়ামি গৌতমকে সবশেষ দেখা যায় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায়। আদিত্য সুহাস জাম্বলের পরিচালনায় নির্মিত এ মুভিতে ইয়ামির পাশাপাশি অভিনয় করেন প্রিয়ামনি, বৈভব তাতওয়াদিসহ আরও অনেকে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত