Homeবিনোদনব্যান্ডসহ অর্ণবের বৈশাখ যুক্তরাষ্ট্রে | কালবেলা

ব্যান্ডসহ অর্ণবের বৈশাখ যুক্তরাষ্ট্রে | কালবেলা


পুরো নাম শায়ান চৌধুরী অর্ণব। তিনি একাধারে কণ্ঠশিল্পী, সুরকার, সংগীতায়োজক ও চিত্রশিল্পী। ২০০৯ সালে ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ নামে একটি ব্যান্ড গঠন করেন অর্ণব ও কয়েকজন বন্ধু মিলে। একক সংগীতের পাশাপাশি দলগতভাবে মিউজিক নিয়ে ব্যস্ত থাকা এ শিল্পী এবার গোটা ব্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে ‘বাংলা ফোক রক ফেস্ট’ শিরোনামের একটি কনসার্টে পারফর্ম করবে তার দল।

এই ট্যুর নিয়ে বেশ উচ্ছ্বসিত অর্ণব। তিনি জানান, দেশের বাইরে ব্যান্ড নিয়ে সংগীত পরিবেশন করতে সবসময়ই ভালো লাগে তার। তবে এবারের আয়োজনটি তার কাছে স্পেশাল। কারণ ঈদ ও বৈশাখ উদযাপনের মতো দেশের বাইরে এমন একটি আয়োজনে প্রথমবার গান পরিবেশন করবেন তারা।

‘বাংলা ফোক রক ফেস্ট’ শিরোনামের এ কনসার্টে অর্ণব ছাড়াও উপস্থিত থাকবেন ব্যান্ড তারকা এরশাদ জামান।

কনসার্টের টিকিট এরই মধ্যে অনলাইনে প্রকাশ হয়েছে, যা পাওয়া যাচ্ছে চার ধাপে। সাধারণ টিকিট ৬৫, অগ্রাধিকার ৭৫, ভিআইপি ১২৫ ও ভিভিআইপি ২২০ ডলার মূল্যে পাওয়া যাচ্ছে। ফ্রিডম এন্টারটেইনমেন্টের আয়োজনে কনসার্টটি অনুষ্ঠিত হবে এপ্রিলের ১৯ তারিখ।

এদিকে সংগীতশিল্পী থেকে অর্ণব এবার আত্মপ্রকাশ করছেন লেখক হিসেবে। এ বছর অমর একুশে বইমেলায় প্রকাশ পায় তার গানের বই ‘হোক কলরব’। বইটির নামকরণ করা হয় তারই গাওয়া একটি জনপ্রিয় গান ‘হোক কলরব’-এর নামানুসারে। বইটির প্রচ্ছদ করেছেন তার বাবা চিত্রশিল্পী স্বপন চৌধুরী।

এই শিল্পী বর্তমানে ব্যস্ত আছেন কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন নিয়ে। প্রথম দুই সিজনের সাফল্যের পর ২০২৪ সালের এপ্রিলে শুরু হয় তৃতীয় সিজন। জানানো হয় এই সিজনে ১১টি গান প্রকাশ করা হবে। তবে তিনটি গান প্রকাশের পর এই সিজনের নতুন আর কোনো গান পাননি শ্রোতারা।

অর্ণবের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে—‘তোমার জন্য নীলচে তারা’, ‘আমায় ধরে রাখো’, ‘একলা চলো’, ‘সোনার ময়না পাখি’, ‘কষ্টগুলো’, ‘চাই না ভাবিস’, ‘সে যে বসে আছে একা একা’ ইত্যাদি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত