Homeবিনোদনব্যস্ততায় বছর শুরু আর্কের | কালবেলা

ব্যস্ততায় বছর শুরু আর্কের | কালবেলা


নব্বই দশকের জনপ্রিয় রক ব্যান্ড আর্ক। নিজেদের গান দিয়ে শুরু থেকেই দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। মাঝে ব্যান্ডটি ভাঙাগড়ার খেলায় শ্রোতাদের থেকে অনেকটাই দূরে ছিল। এখন তারা আবারও ফিরেছে চেনা রূপে। নিয়মিত করছে স্টেজ শো। এরই ধারাবাহিকতায় এ মাসে ঢাকা এবং ঢাকার বাইরে একাধিক কনসার্ট রয়েছে দলটির।

নিজেদের ব্যস্ততা ভালোই উপভোগ করছে দলটি। এ নিয়ে কালবেলাকে টিংকু বলেন, “স্টেজ শো নিয়ে আমাদের বছরের শুরু থেকেই ব্যস্ততা রয়েছে। সম্প্রতি আর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮ ব্যাচের আয়োজনে ‘অপরাজেয় ৯৮’ গেট টুগেদার কনসার্ট করেছি। এর আগে ‘এসো দেশের কথা বলি’ শিরোনামে ২ জানুয়ারি বগুড়ায় কনসার্ট করেছি। সামনে ১০ ও ১১ জানুয়ারি টানা দুদিন কনসার্ট রয়েছে। ১৬ তারিখ ঢাকা এবং ২৬ তারিখ বাকলিয়া চকবাজার চট্টগ্রামে আমাদের শো রয়েছে। এর মধ্যে আরও অনেক স্টেজ শোয়ের কথা হচ্ছে। এই কনসার্টগুলোর মাধ্যমে আমরা শ্রোতাদের আরও কাছে যাওয়ার সুযোগ পেয়ে থাকি। যার কারণে আমরা স্টেজ শো করতে বেশি আনন্দ পেয়ে থাকি।”

আবারও চেনারূপে ফেরা ব্যান্ডটি দেশে কনসার্টের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশেও কনসার্ট করেছে। সেই ধারাবাহিকতা চলতি বছরেও বজায় থাকবে বলে আশাবাদী দলটি।

বর্তমানে আর্ক ব্যান্ডে মূল ভোকাল হিসেবে আছেন হাসান, কিবোর্ড ও ভোকাল হিসেবে আছেন টিংকু আজিজুর রহমান, গিটারে এসআই সুমন, আসাইফ হোসাইন নমন, ইরশাদ আলী নিপু এবং ড্রামসে ইমতিয়াজ আলী জিমি।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত