Homeবিনোদনবোন মালাইকার বিষয়ে যা বললেন মেহজাবীন (ভিডিও)

বোন মালাইকার বিষয়ে যা বললেন মেহজাবীন (ভিডিও)


চলতি বছরের বিজ্ঞাপনে কাজ করে শোবিজে যাত্রা করেন মালাইকা চৌধুরী। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন হওয়ায় তার প্রতি বাড়তি কৌতূহল জন্মেছে বিনোদনপ্রেমীদের। বোনের পথ অনুসরণ করে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা। ‘সন্ধিক্ষণ’ নামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন মালাইকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে তার বোন মেহজাবীনের সঙ্গে ৫টি মিলের বিষয়ে বলতে অনুরোধ করা হয়। জবাবে মালাইকা বলেন, এটা তো আপনারাই ভালো বলতে পারেন।

ছোট বোনের উত্তর বেশ উপভোগ করেছেন মেহজাবীন। সাক্ষাৎকারের ভিডিও ক্লিপটি নিজ ফেসবুক পেজে শেয়ার দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘হা হা দিস ইজ কিউট। কিন্তু আমি চাই আমার বোন আমার থেকে আরও অনেক গুন বেশি এগিয়ে যাক জীবনে’। মেহজাবীনের পোস্টে মন্তব্যের ঝড় তুলেছেন ভক্তরা।

প্রথমবারের মতো নাটকে কাজের অভিজ্ঞতার বিষয়ে গণমাধ্যমকে মালাইকা বলেন, শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়া নির্মাণ করবে জেনেই এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুণ সহযোগিতা করছেন আমাকে। দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান সেসব জানতে মুখিয়ে থাকব।

ওই নাটকের নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, মেহজাবীনের বোন বলেই যে তাকে সুযোগ দিয়েছি বিষয়টি তেমন নয়। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার। এক্ষেত্রে প্রথমে মালাইকার নামটি মাথায় আসে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা আছে। শুটিংয়ে ভীষণ পরিশ্রমী মনে হচ্ছে তাকে। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত