বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের একাধিক বিয়ের ছবি প্রকাশ করে চমকে দিয়েছেন ভক্তদের। দীর্ঘদিনের বান্ধবী আশনা শ্রফকে বিয়ে করলেন এ গায়ক। খবর : বলিউড হাঙ্গামা
আরমানের স্ত্রী পেশায় একজন ফ্যাশন বিউটি ব্লগার ও ইউটিউবার। তিনি কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার ২০২৩ নির্বাচিত হন।
বিয়েতে আশনা কমলা লেহেঙ্গা পড়তে দেখা যায়, আর আরমান প্যাস্টেল অরেঞ্জ শেরওয়ানি স্যুট পড়েন। বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করে এই গায়ক ক্যাপশনে লিখেছেন, ‘তু হি মেরা ঘর’।
বিয়ের ছবি প্রকাশের থেকেই বি-টাউনের এই নবদম্পতি ভাসতে থাকেন ভালোবাসা ও শুভেচ্ছায়।
এর আগে ২০২৩-এর অগস্ট মাসে বাগদান পর্ব সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ। সে সময় তাদের বাগদানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা।