Homeবিনোদনবিদায় মনোজ কুমার | কালবেলা

বিদায় মনোজ কুমার | কালবেলা


মারা গেছেন বলিউডের প্রবীণ অভিনেতা ও পরিচালক মনোজ কুমার। গতকাল শুক্রবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে।

মনোজ কুমারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বার্ধক্যজনিত সমস্যায় মৃত্যু হয়েছে তার। এ অভিনেতার বয়স হয়েছিল ৮৭ বছর।
ভারতীয় সংবাদ সংস্থাকে মনোজ কুমারের ছেলে কুনাল গোস্বামী বলেন, তিনি দীর্ঘদিন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

পাঞ্জাব রাজ্যে ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন মনোজ কুমার। প্রকৃত নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী। তিনি ‘শহীদ’, ‘রুটি কাপড়া ঔর মাকান’ ও ‘ক্রান্তি’সহ একাধিক চলচ্চিত্রের মাধ্যমে হিন্দি চলচ্চিত্র শিল্পে নিজের আলাদা পরিচিতি গড়ে তোলেন। তার মৃত্যুতে ভারতসহ বলিউড সিনেমাপ্রেমীরা শোকাচ্ছন্ন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ‘ভারতীয় সিনেমার প্রতীক’ উল্লেখ করে লিখেছেন, ‘মনোজজির কাজ দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলেছিল এবং তা ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত